সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’প’র্য’স্ত সিকিম, তুষারপাতের কারণে ছাঙ্গুতে আ’ট’কে বহু পর্যটক

১১২৭ জন পর্যটক লাগাতার তুষারপাতের জেরে সিকিমের ছাঙ্গুতে আটকে রয়েছেন। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, এখনও ছাঙ্গুতে ওই ১১২৭ জন পর্যটক সেনার নিরাপদ আশ্রয়ে রয়েছেন। অসুস্থ পর্যটকদের সেনা ক্যাম্পেই চিকিৎসা চলছে। সিকিমে গত কয়েকদিন ধরে ভারী তুষারপাত চলছে। তার মধ্যেও অতিরিক্ত বরফ পড়ছে লাচেন, নাথুলা ও ছাঙ্গু এলাকায়। এর ফলেই পর্যটকদের অসংখ্য গাড়ি আটকে পড়ে ওইসব এলাকায়। সেনাবাহিনী সূত্রে খবর, ভারী তুষারপাতের কারণে ১১২৭ জন পর্যটক ছাঙ্গুতে আটকে পড়েন।

প্রশাসনের তরফে, তীব্র তুষারপাতের কারণে শনিবার নাথুলা পর্যন্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জানা গিয়েছে, শনিবার সারাদিন বরফ পড়ে তুষাররাজ্যে পরিণত হয়েছে সিকিম। রাস্তায় বরফের স্তুপ জমা হয়েছে। যার ফলে যান চলাচল ব্যহত হচ্ছে।

সিকিম প্রশাসন সূত্রে খবর, দুর্যোগের কারণে পর্যটকদের ২৭৫টি গাড়ি আটকে পড়েছিল ছাঙ্গুতে। শুধু গতকাল ৪০০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। সেনা ক্যাম্পে চিকিৎসা চলেছে অসুস্থ পর্যটকদের। গত কয়েকদিন ধরেই ব্যাপক তুষারপাত চলছিল সিকিমের নাথুলা, লাচেন, ছাঙ্গু প্রভৃতি এলাকায়। বড়দিনের ছুটিতে বেড়াতে গিয়ে তুষারপাতের মতো মনোরম দৃশ্য উপভোগ করার ইচ্ছা কার না থাকে।

হাজার হাজার পর্যটক এই মনোরম দৃশ্য উপভোগ করতেই সেখানে গিয়েছিলেন। তাতেই হয় বিপত্তি। রবিবারও ছাঙ্গু লেক পর্যন্ত পর্যটক বোঝাই গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম প্রশাসন।