Home অফবিট জন্ম হয় শুয়োপোকা হিসেবে, বড়ো হলেই সাপ হ’য়ে যায়!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জন্ম হয় শুয়োপোকা হিসেবে, বড়ো হলেই সাপ হ’য়ে যায়!

শুয়োপোকা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি এবং জানি যে শুয়োপোকা থেকে একটা সময় খুব সুন্দর প্রকৃতির সৌন্দর্যে ভরা প্রজাপতি সৃষ্টি হয়। যে প্রজাপতি প্রকৃতির সৌন্দর্যকে আরো বেশি তুলে ধরে।

তবে এ কখনো কি শুনেছেন যে শুয়োপোকা যদি বিপদ বুঝে থাকে তবে নিজেকে সাপে পরিণত করতে সক্ষম হয়। ব্যাপারটা অবাক লাগলো এমন ধরনের প্রাণীর সত্যিই পৃথিবীতে অস্তিত্ব রয়েছে এই ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় আফ্রিকা, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাতে।

এমন এক ধরনের প্রাণী যার মুখটি শুঁয়োপোকার মত এবং পিছনের অংশটি সাপের মত। যখনই প্রাণীটি গাছের ডালে বসে থাকে তখন যদি বিপদ বোঝে তবে পিছনের সাপের আকৃতির অংশটিকে বাড়িয়ে দেয়। এই ধরনের শুঁয়োপোকার শুধুমাত্র দেখ সাপের মত দেখতে তা কিন্তু নয় সাপের মত আচরণ করে।

এই ধরনের প্রাণের পিছনের অংশটি একদম সাপের মুখের মত যখন এই প্রাণীগুলো রকম বিপদ হয়েছে তখনই তার পিছনের অংশটা ফুলিয়ে দেয় যেটা সাপের মুখের মতো আকার নেয়।

সম্পূর্ণভাবে যখন একটি ফোলানো হয় তখন দেখা যায় একদম সাপের চোখের মতো। এই ধরনের শুঁয়োপোকার নাম Hemeroplanes triptolemus moth

এই ধরনের প্রাণীর শরীরে আইসস্পট এর মতো চিহ্ন থাকে যেগুলি শিকার এর সহায়তা করে। এই ধরনের দাগগুলি বিশেষভাবে প্রজাপতি এবং পোকামাকড়ের মাটি দেখতে পাওয়া যায়।