সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দার্জিলিং মেলের রুট চেঞ্জ হ’য়ে গেল, এখন কো’থা থেকে ট্রেন ধরবেন?

যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের এক বড় ঘোষণা। আগামী 15 ই আগস্ট থেকে চালু হতে চলেছে শিয়ালদা টু হলদিবাড়ি পর্যন্ত দার্জিলিং মেল। এই সিদ্ধান্তে দারুণভাবে উপকৃত হতে চলেছে উত্তরবঙ্গের মানুষজন।

বিশেষ করে কোচবিহার জলপাইগুড়ি জেলার মানুষজনেরা এই সুবিধা পেতে চলেছে। শিয়ালদা থেকে হলদিবাড়ি যেমন পৌছাবে ট্রেনটি তেমনি সরাসরি হলদিবাড়ি থেকে শিয়ালদা পৌঁছাবে এই দার্জিলিং মেল। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই দার্জিলিং মেলের আপ ও ডাউন ট্রেনের সময়সূচি।

১০টা বেজে ৫ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে সকাল ৮টা নাগাদ, ৯টা বেজে ২০মিনিটে সেটি পৌঁছবে জলপাইগুড়ি জংশন ও হলদিবাড়ি পৌঁছবে সকাল ১০টায়। এদিকে আবার প্রতিদিন সন্ধ্যে ৬টায় ট্রেনটি হলদিবাড়ি ছেড়ে শিয়ালদা আসবে ভোর ৬টার সময়।

আরো পড়ুন: দেবশ্রী অভিনয়েই থাকুক, রাজনীতি তাঁর জ’ন্য নয়, প’ছ’ন্দে’র নায়িকা স’ম্প’র্কে মতামত চিরঞ্জিতের

এই ট্রেন চালু হওয়ার পর উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মানুষ দারুনভাবে উপকৃত হতে চলেছে। কারণ উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন এলাকায় দক্ষিণবঙ্গের মানুষজনেরা ছুটি কাটাতে যায়। এদিকে আবার উত্তরবঙ্গের মানুষ সরাসরি বিশেষ করে কোচবিহার ও জলপাইগুড়ি জেলার মানুষজনেরা কলকাতায় যাওয়ার এক সরাসরি মাধ্যম পেয়ে গেল হাতের কাছে।

স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষ উপলক্ষে আজাদীকা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে দেশে। তাই আগামী ১৫ ই আগষ্ট এই দার্জিলিং মেইল চালু করা হচ্ছে। হলদিবাড়ির মানুষজনের দাবি কিন্তু অনেক দিন থেকেই, যে দার্জিলিং মেইল চালু হোক সেখান থেকেই। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এতদিন চালু হত দার্জিলিং মেল।

তবে এবার সমস্যার সমাধান হলো কারণ, ট্রেন ধরার তাড়াহুড়োই যাত্রীদের ৪০ কিমি পথ আর অতিক্রম করতে হবে না। তারা এখন কিছুটা পথ হেঁটেই নিজেদের রেল স্টেশন থেকে সহজেই এই দার্জিলিং মেল ধরতে পারবে।