সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘূর্ণিঝড় “মোকা”-র কতটা প্রভাব পড়বে বাংলায়? এবার মুখ খুললো হাওয়া অফিস

বেশ কিছুদিন ধরেই একটি নতুন ঘূর্ণিঝড় নিয়ে আমাদের সকলের মনে নতুন ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। দুই বছর আগে ঘটে যাওয়া আমফানের সেই স্মৃতি আজও আমাদের মনে রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, ৬ মে শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে এই ঘনাবর্ত।

পরের দিন অর্থাৎ ৭ মে নিম্নচাপে পরিণত হবে। ৮ই মে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর দিকে এগোবে সেই ঘূর্ণাবর্ত এবং নয়ই মেয়ে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে, মোকা।

ঘূর্ণিঝড় মোকা কোথায় আছড়ে পড়তে চলেছে তা এখনো স্পষ্ট নয় কিন্তু নিম্নচাপ ঘনীভূত হলেই তা জানা যাবে। আগামী রবি এবং সোমবার আন্দামান এবং দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এই ঘূর্ণাবর্তের জন্য।

আরো খবর: থাইল্যান্ডকে কি বিশ্বের বড়লোক দেশে বানিয়ে দেবে এই গাঁ’জা? বিস্মিত বিশ্বের তাবড় তাবড় ব্যবসায়ীরা

বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৫০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়ো হাওয়া। সোমবার সেই গতিবেগ বেড়ে দাঁড়াবে ৭০ কিলোমিটার ঘন্টায়। ইতিমধ্যেই মৎস্যজীবী এবং পর্যটকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাতা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যাতায়াতের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।