সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুলিশে চাকরির পরীক্ষায় সংখ্যালঘুদের কোচিং একদম বিনামূল্যে

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম সম্প্রতি পুলিশ কনস্টেবলের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য পুরুষ মহিলা উভয়ের জন্যই কোচিং এর ব্যবস্থা করেছে। এক্ষেত্রে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, জৈন, পারসি ও শিখেরা এই সুবিধা নিতে পারবেন।

West Bengal Police Recruitment Board এর বিজ্ঞাপন নং 11/2022/WBPRB-এ আবেদনকারী প্রার্থীরাই এই কোচিং এ বিনামূল্যে প্ৰশিক্ষণ নিতে পারবেন।

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রশিক্ষণের জন্য চাকরিপ্রার্থীদের নির্বাচন করবে বিত্ত নিগম। প্রশিক্ষণের জন্য ইচ্ছুক ছাত্র ছাত্রীরা wbmdfc.org এই ওয়েবসাইটে আবেদন করতে পারেন।

আরো পড়ুন: ভারতকে সাহায্য করার ল’ক্ষ্যে রাশিয়া থেকে পণ্যবাহী ট্রেন এসে পৌঁ’ছা’লো ইরানে

আবেদনের শেষ তারিখ ১৫ জুলাই, ২০২২। সমস্ত জেলার সদরেই এই কোচিং সেন্টার দেওয়া হবে। যেখানে সপ্তাহে দুই থেকে তিনদিন ক্লাস করানো হবে বিনামূল্যে।

কোচিং সংক্রান্ত যে কোনও প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন (ফোন-৮৫৮৫৮৫৯৯৭১) এবং (হোয়াটস্যাপ- ৭৪৩৯৬৮৫৭৮৫) নম্বরে।