সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যবহার ক’রা চিকিৎসার সরঞ্জাম ফে’র পরিষ্কার করে প্যাকেটিং! ব’ড়ো চ’ক্রে’র প’র্দা ফাঁ’স

চোখের সামনে অসাধু কাজ হয়ে চলেছে , যা দেখেও না দেখার ভান সকলের। মেডিকেল কলেজের হাসপাতালের সামনে অসাধু কাজকর্ম, যেটা দেখলে অবাক হতে হয়। এই বিষয় নিয়ে স্থানীয় মানুষের অভিযোগ করেছেন, হাসপাতালে ব্যবহৃত ইনজেকশন গ্লাভস থেকে শুরু করে সমস্ত কিছুই বেছে বেছে নিয়ে যাওয়া হয়।

বিশেষত দেখা যায় সাধারণ মানুষের চলার পথে ছড়িয়ে ছিটিয়ে থাকে এসব জিনিস। কিন্তু যারা এসব কুড়িয়ে নিয়ে যায়, তাদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা জানায়। এসব জিনিস আবার অফিসে যাবে।

অর্থাৎ ধুয়ে মুছে পরিষ্কার করে আবার একই জিনিস ব্যবহার করা হবে সাধারণ মানুষের ওপর। কিন্তু কে নিয়ে যাবে?এই নিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি। তবে তাদের মুখ দিয়ে দেবাদার নাম উঠে আসে।

আরো পড়ুন: এদিকে বিধানসভায় হা’ঙ্গা’মা, অন্যদিকে অমিত শাহ-র সঙ্গে বৈ’ঠ’ক করছেন ধনকড়

জানা যায় তারই তত্ত্বাবধানে নাকি হয় সমস্ত কিছু। এই কথা শুনে পাশের ট্যাক্সি ড্রাইভাররা জানায় যদি এর প্রতিবাদ করতে যায় কেউ মারধর খেতে হবে। এদিকে আবার ভ্যাটের অপারেটর জানায়, এর সাথে অনেক লোক যুক্ত রয়েছে।

সমস্ত কিছু ধোয়ার জন্য ট্যাঙরায় যায়। আশেপাশের বস্তিগুলোতে গ্লাস ধোয়ামোছার কাজ হয়। অভিযুক্তের সাথে যুক্ত রয়েছে হাসপাতালে বয়েরা। নিয়ম অনুযায়ী একবার হাসপাতালে জিনিস ব্যবহার করার পর সেটা ফেলে দিতে হয়।

পথ চলতি মানুষেরা যায় সেখান দিয়েই। তাই দারুন বিরক্তের মধ্যে সাধারণ মানুষ। বিভিন্ন রোগীর,করোনা রোগীর সমস্ত কিছু রাস্তাতেই পরে থাকে। আর সেগুলো নিয়েই অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা করে যাচ্ছে।