সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“বেকারত্ব ঘ’রে ঘ’রে, পিসিমণি হারবে ভবানীপুরে”, শুভেন্দুর ন’য়া স্লো’গা’ন

ভবানীপুর উপ নির্বাচন কেন্দ্রে নির্বাচন শিয়রে। নির্বাচন কেন্দ্র থেকেই জয়ের প্রস্তুতি শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নির্বাচনের আগেই ভবিষৎবাণী করে বসলেন নন্দীগ্রামে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা নির্বাচনে তার কাছে হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের উপনির্বাচন প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্য, আসন্ন উপনির্বাচনে মুখ্যমন্ত্রী সেখানেও হারবেন।

তমলুক থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্লোগান তুলেছেন তিনি। ‘বেকারত্ব ঘরে ঘরে, পিসিমণি হারবে ভবানীপুরে’, এই মর্মে সম্প্রতি একটি স্লোগান তুলেছেন তিনি। আবার ভবানীপুর উপ নির্বাচন প্রসঙ্গে এদিন তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘পিকচার আভি বাকি হ্যায় বস’।

উল্লেখ্য, শনিবার তমলুকে ভারতীয় জনতা পার্টির ‘পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবা সেল’-এর সহযোগিতায় ও তমলুক সাংগঠনিক জেলার ‘সেবা হি সংগঠন’-এর উদ্যোগে নিমতৌড়ি স্মৃতিসৌধে স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ‘আন্তর্জাতিক প্রাথমিক চিকিৎসা দিবস’ এবং ‘স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনে ঐতিহাসিক বক্তৃতার ১২৯ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছিল।

সেখানেই বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি। রাজ্যের কর্মসংস্থানের অভাব, বেকারত্ব নিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে এদিন বক্তব্য রাখেন তিনি। নন্দীগ্রামে হার নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, আজীবন এই যন্ত্রণা তাকে বুকে বয়ে নিয়ে যেতে হবে।