সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাশ্মীরে ৩০ বছর পর খু’ল’ছে সিনেমা হল, আ’ন’ন্দে আ’ত্ম’হা’রা উপত্যকার বাসিন্দারা

প্রায় ৩০ বছর পর কাশ্মীরে খুলতে চলেছে সিনেমা হল। কাশ্মীরের বাসিন্দারা এতে দারুণ খুশি হয়েছেন। ৯ এর দশকের গোড়ার দিকে সন্ত্রাসবাদী হামলার কারণে কাশ্মীর উপত্যকায় সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছিল। এত বছর বাদে আবার খুলতে চলেছে সিনেমা হলের দরজা। তখন কাশ্মীরে ১৫ টি সিনেমা হল ছিল। আপাতত শ্রীনগরের শিবপোরা এলাকাতে মাল্টিপ্লেক্সের তিনটি স্ক্রিন এবং মোট ৫২০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে।

পাঁচটা মাল্টিপ্লেক্সের মতো ডিজাইন করা হয়েছে এই সিনেমা হল। কাশ্মীরের ঐতিহ্যের ছোঁয়া রয়েছে এখানে। ঐতিহ্যবাহী কাশ্মীরি খাটমবন্ধ ছাদ এবং পেপার মাচির নকশা যোগ করা হয়েছে। সেপ্টেম্বর থেকে মাল্টিপ্লেক্সের এই দরজা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। কাশ্মীরের বাসিন্দারা আবার বিনোদনের মুখ দেখতে পারবেন।

তিন চার বছর ধরেই মাল্টিপ্লেক্স খোলা নিয়ে কথাবার্তা চলছিল বলে জানাচ্ছেন মাল্টিপ্লেক্স এর কর্ণধার বিকাশ ধর। কাশ্মীরের মানুষের মধ্যে বিনোদনের ব্যাপক ঘাটতি রয়ে গিয়েছে। ৫২০ আসনের সিনেমা হলে তিনটি অডিটোরিয়াম রাখা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে কনসেশন কাউন্টার রাখা হবে।

আরো পড়ুন: শরীরের ভি’ত’রে ঢো’কা’নো থাকবে চিপ, হাত লাগালেই খু’লে যা’বে বাড়ি-গাড়ির দরজা

অন্যান্য সিনেমা হলের মতো এই মাল্টিপ্লেক্সের খাওয়া-দাওয়া সমস্ত উপকরণ পাবেন গ্রাহকেরা। ৯ দশকের শুরুতে কাশ্মীরে কয়েক ডজন সিনেমা হল থাকলেও সন্ত্রাসবাদীদের হামলার কারণে সমস্ত সিনেমা হল বন্ধ হয়ে যায়। পরে কিছু সিনেমা হল আবার খোলার প্রচেষ্টা হয়েছিল কিন্তু সন্ত্রাসবাদী হামলা এতটাই বেড়ে গিয়েছিল যে সরকার আবার সেই প্রচেষ্টা বন্ধ করে দেয়।