সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৮ বছরের কমবয়সী ছেলেমেয়েদের এই গ্রামে মোবাইল দে’খা একদম নি’ষি’দ্ধ

ছোটেদের শৈশব স্মার্ট ফোনের স্ক্রিনে আটকে গিয়েছে। বিকেলে আর খেলার মাঠে ভিড় নেই। বড়দের চোখও আটকে টিভি বা ফোনের স্ক্রিনে। মুখোমুখি আড্ডা, সামাজিক যোগাযোগ যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। তবুও ফোন-টিভি ছাড়া চলার উপায় নেই।

এই পরিস্থিতিতেই উলটো পথে হাঁটল মহারাষ্ট্রের একটি গ্রাম। মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভের একটি গ্রামে ১৮ বছরের নীচে থাকা কিশোর কিশোরীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হল। বংশী গ্রামের গ্রামসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

কারণ, এই গ্রামের ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তার জেরেই এই কড়া সিদ্ধান্ত নিল গ্রাম সভা। গ্রাম পঞ্চায়েত জানিয়েছে, শুধু উন্নয়ন নিয়েই গ্রামসভায় আলোচনা হবে এমনটা নয়, সামাজিক জীবনে যাতে সুস্থতা থাকে সেব্যাপারেও আলোচনা হতে পারে গ্রামসভায়।

আরো পড়ুন: ৪০০ টা’কা’র বিনিময়ে জলের বালতিকেই বা’নি’য়ে নিন গিজার, রইলো প’দ্ধ’তি

মোবাইল ফোনের অপব্যবহার এবং টিভি আসক্তি রুখতে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি প্রস্তাব পাশ করা হয়। সেই প্রস্তাব মত প্রতিদিন সন্ধে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মোবাইল ফোন ও টিভি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামের একটি মন্দিরে উপর একটি লাউডস্পিকার বসানো হয়েছে।

মোবাইল ও টিভি বন্ধ রাখার জন্য সাইরেন বাজানো হয় বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সভাপতি বিজয় মোহিত। আর এই সাইরেন বাজার পরেই টিভি-ফোন বন্ধ করে গ্রামের পথে বেরিয়ে পড়েন স্থানীয়রা। এই সময়টা পরস্পরের সঙ্গে আড্ডা, কুশল-বিনিময় করেই কাটান তাঁরা।