সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৪০০ টা’কা’র বিনিময়ে জলের বালতিকেই বা’নি’য়ে নিন গিজার, রইলো প’দ্ধ’তি

শীতকাল এসে গেছে, সেইসঙ্গে চাহিদা বেড়েছে গিজারের। কনকনে ঠান্ডার মধ্যে উষ্ণ গরম জলে স্নান করতে মজাই আলাদা, সেই জন্য এখন বাড়িতে বাড়িতে প্রায় সবাই এই গিজার নিয়েছেন এবং যারা এখনো পর্যন্ত নেন নি তারা গিজার লাগানোর কথা ভাবছেন। তবে গিজারের দাম বেশি হওয়ার কারণে অনেকের সাধ্যের বাইরে হওয়ার জন্য এই ভাবনা থেকে পিছিয়ে আসছে।

শুধুমাত্র যে গিজার কিনলে হবে তা কিন্তু নয় মিস্ত্রি দেখে সেটাকে ইনস্টলও করতে হবে ফলে কেনা এবং লাগানো দুটোতেই যথেষ্ট খরচ। তবে এই প্রতিবেদনে আমরা এমন একটি বিষয় আলোচনা করব যেটা সম্পর্কে জানলে এই শীতের আগে বেশ সুবিধাই হবে সকলের।

আপনারা কি জানেন যে কোন বালতিকে সহজেই গিজারে পরিণত করা যায়? যাকে ইন্সটল করতেও মিস্ত্রির কোন প্রয়োজন নেই।generic heating element for geyser ডিভাইস যেটি আপনি পেয়ে যাবেন অ্যামাজনে অর্ডার করলেই।

আরো পড়ুন: বি’শ্বে’র স’ব’চে’য়ে উঁ’চু নাক এই ব্যক্তির, গড়েছেন গিনেস রেকর্ড

এই ডিভাইসটির দাম ৩৯৯ টাকা অর্থাৎ ৪০০ টাকা খরচ করলেই আপনি যেকোনো বালতিকে খুব সহজেই গিজারে পরিণত করতে পারবেন। এবার আসুন জেনে নেওয়া যাক যে বালতিতে কিভাবে এই ডিভাইসটি ফিট করবেন।

প্রথমে একটি বালতি কে ছিদ্র করতে হবে জল গরম হবে সেই জন্য ভালো ধরনের বালতি নিতে হবে যাতে গলে না যায়। বালতিতে ছিদ্র করে নিয়ে সেখানে রাবারের ওয়াসার দিতে হবে, নয়তো জল লিক হয়ে বেরিয়ে যাবে। এরপরে হিটিং ডিভাইসটি বালতিতে সেট করার পর ইলেকট্রিক কানেকশন দিতে হবে।

এই ক্ষেত্রে ভালো মানের তার দিতে হবে নয়তো দুর্ঘটনা ঘটতে পারে। এই কাজটি নিজে করার থেকে ভালো ইলেকট্রিশিয়ানের সাহায্য নিয়ে করা। এই ধরনের কাজে কিন্তু সবসময় সাবধানতা বজায় রাখা দরকার।