সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’য় আ’ক্রা’ন্ত শিশুরা ৬ দিনের মাথায় “বেটার ফিল” করছে! গবেষণায় মি’ল’লো ত’থ্য

ভারতবর্ষের জুড়ে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে আর খুব বেশি দেরি নেই। এই ঢেউয়ের করোনার নজরে রয়েছে শিশুরা। অতএব শিশুদের নিয়ে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসের হাত থেকে শিশুদের কিভাবে রক্ষা করা যায়, সেই নিয়ে চিন্তিত বিভিন্ন মহল। এদিকে আবার তৃতীয় ঢেউ সম্পূর্ণ আছড়ে পড়ার আগেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের শরীরে নতুন ভাইরাসের সন্ধান মিলছে। যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।

তবে এরই মাঝে আবার বিশেষ স্বস্তির খবর শোনালো The Lancet Child and Adolescent Health journal এর একটি গবেষণাপত্র। ওই গবেষণা পত্রে উল্লেখ করা হয়েছে যে করণায় আক্রান্ত হলেও শিশুদের অবশ্য তেমন ভাবে কোনো বিপদের সম্ভাবনা নেই। আক্রান্ত হলেও মাত্র ছয়দিনের মাথায় সুস্থ হয়ে উঠছে শিশুরাও। এমনটাই উল্লেখ করা হয়েছে ওই গবেষণাপত্রে। গবেষণা পত্রে উল্লেখ করা হয়েছে যে চার সপ্তাহের পরেও শরীরে রোগ লক্ষণ থেকে গিয়েছে, এমন শিশুর সংখ্যা খুবই কম।

গবেষণায় দেখা গিয়েছে যে আক্রান্ত হওয়ার পর প্রথম সপ্তাহতে শিশুদের শরীরে সর্বাধিক তিনটি উপসর্গ পাওয়া গিয়েছে। খুব সামান্য অসুস্থ হয়েছিল তারা। আক্রান্তদের মধ্যে অধিকাংশই মাত্র চার সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠেছে। চার সপ্তাহ পরেও যারা অসুস্থ ছিল তাদের শরীরে মাত্র দুটি উপসর্গ পাওয়া গেছে। লন্ডনে পাঁচ থেকে ১৭ বছর বয়সী পর্যন্ত ২ লাখ ৫০ হাজারেরও বেশি শিশুদের উপর এই গবেষণা চালানো হয়েছিল। সেই গবেষণাপত্রে প্রাপ্ত ফলাফল আশাপ্রদ বলে দাবি করছেন গবেষকেরা।

ZOE COVID Study smartphone app-এর সাহায্যে তথ্য সংগ্রহ করার কাজ চলছিল। গত বছরের পয়লা সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২২ ফেব্রুয়ারির মধ্যে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এই গবেষণার ফলাফলের রিপোর্ট তৈরি করা হয়েছে।