সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

PF-র টা’কা তো’লা’র নি’য়’মে রদবদল! চিকিৎসার প্র’য়ো’জ’ন হলেই মিলবে ১ লক্ষ টা’কা

এবার থেকে চিকিৎসা খাতে বড় পরিসেবা দিচ্ছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। কর্মচারীরা যদি ইপিএফ ফান্ডের অন্তর্ভুক্ত হন তাহলে চিকিৎসার জন্য যখন তখন আগাম হিসেবে এক লক্ষ টাকা অব্দি তুলে নিতে পারবেন তারা। আপৎকালীন চিকিৎসার প্রয়োজনে অথবা হাসপাতালে ভর্তি হওয়ার সময় তারা এই পরিষেবা পাবেন। এর জন্য হাসপাতালে বিলের পরিমাণ জানানো বা অন্যান্য তথ্য দেওয়ার প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে।

সম্প্রতি ইপিএফের তরফ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে যে মারণ রোগের ক্ষেত্রে অনেক সময় রোগীকে জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়। রোগীকে জরুরী ভিত্তিতে আইসিওতে ভর্তি করাতে হতে পারে। সব সময় টাকা জোগাড় করা সম্ভব হয় না। সেই সব দিক বিবেচনা করেই কার্যত করোনা-সহ অন্যান্য রোগের ক্ষেত্রেই রোগীকে তড়িঘড়ি চিকিৎসা পরিষেবা দিতে আগাম অর্থ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

তবে এক্ষেত্রে অবশ্যই রোগীকে সরকারি হাসপাতালে ভর্তি হতে হবে। তবে কোনো রোগী যদি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তাহলে রিএমবাসমেন্টের জন্য অবশ্যই রোগীর পরিবারের তরফে বিল বিভাগে কথা বলে নিতে হবে। এই পরিষেবা খাওয়ার জন্য রোগীর পরিবারের সদস্যরা আবেদন জানাতে পারবেন বলে জানানো হয়েছে। আবেদন করার দিনেই রোগীর পরিবার ওই টাকা পেয়ে যাবেন বলেও জানা যাচ্ছে ওই নির্দেশিকা থেকে।

আগাম এক লক্ষ টাকা ব্যতিরেকে প্রয়োজন পড়লে রোগীর পরিবার আরো এক প্রস্থ টাকা পেয়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আগাম অর্থের রশিদ জমা দিয়ে বকেয়া অর্থের পরিমাণ জানাতে হবে। রোগী হাসপাতাল থেকে ছাড়া পাবার ৪৫ দিনের মধ্যে ইপিএফও-তে বিল জমা দিতে হবে বলে জানানো হয়েছে উক্ত নির্দেশিকায়।