সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাণক্য নীতি: এই ৫টি সংকল্প মা’ন’লে নতুন ব’ছ’রে জী’ব’ন হয়ে উঠবে স্ব’র্গ

নতুন বছরের শুরুতে অনেকেই অনেক শপথ নিয়ে থাকেন। নতুন বছরে কী কী করবেন, কোন কোন কাজ থেকে বিরত থাকবেন, সবকিছুরই পরিকল্পনা নিয়ে থাকেন। তবে এই পরিকল্পনা আচার্য চাণক্যের নীতি মেনে নিলে জীবনে সাফল্য আসবে। এক নজরে জেনে নিন আচার্য চাণক্যের মতে কোন কোন বিষয়গুলি মেনে চলা উচিত।

প্রথমত নিজের দুর্বলতা কাউকে বলবেন না। তাহলে আজ যারা আপনার প্রতি সহানুভূতিশীল, কাল আপনার প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন। তখন তার আপনার দুর্বলতার সুযোগ নেবে।

দ্বিতীয়ত, অলসতা পরিত্যাগ করে কঠোর পরিশ্রম করুন। অলসতা মানুষের সব থেকে বড় শত্রু। এটি সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই অলসতা পরিত্যাগ করে কঠোর পরিশ্রমী হয়ে উঠুন।

তৃতীয়ত, বর্তমানকে ঘিরে বাঁচুন। অতীতে যা হয়ে গিয়েছে তা আর পরিবর্তন করা যায় না। তবে বর্তমানে বাঁচতে শিখে গেলে আপনি অবশ্যই ভবিষ্যৎ পরিবর্তন করবেন। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে উন্নতি করুন। আর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে কাজ করুন। এটাই হবে আপনার সাফল্যের চাবিকাঠি।

চতুর্থত, নিজে দেখে শুনে সর্বক্ষেত্রে এগোন। অন্যের কথায় বিশ্বাস করে প্রতিক্রিয়া দেওয়ার তুলনায় সব সময় নিজের প্রতি আস্থা রাখুন। অন্যের কথায় বিশ্বাস না করে নিজে যা দেখছেন বা শুনছেন তাই বিশ্বাস করুন।

পঞ্চমত, কারো মানহানি করবেন না। চাণক্য মতে, যেকোনো ব্যক্তি তার কর্মের শাস্তি নিজের সময়মতো পান। অযথা কাউকে অপমান করলে নিজের মধ্যেও নেতিবাচকতা আসে। অন্যের ক্ষতি চিন্তা করলে মন নেতিবাচকতায় পূর্ণ হয়ে উঠবে।