সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শী’ঘ্র’ই উপনির্বাচনের দি’ন’ক্ষ’ণ ঘো’ষ’ণা ক’রা হো’ক: পার্থ চট্টোপাধ্যায়

ইতিমধ্যেই নির্বাচন বিধি শেষ হয়ে গেছে দু মাস হতে চললো। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে তাই অবিলম্বে রাজ্যের সাতটি কেন্দ্রে উপ নির্বাচন করতে হবে বলে দাবি করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। নির্বাচনের দাবিতে আরো একবার কমিশনের কাছে দ্বারস্থ হয়েছেন তিনি। মজার ব্যাপার হলো, নির্বাচন চলাকালীন তিনি ছিলেন বিজেপিতে। তৃণমূলে আসার পর যে ক’টি কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে, সেই সমস্ত কেন্দ্রে আরো একবার নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি

তৃণমূলে তরফ থেকে একাধিকবার কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে। কিন্তু কোন ফলাফল হয়নি। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বহুবার আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে উপ নির্বাচনের জন্য। বর্তমানে জনজীবন সচল হয়েছে তাই আরো একবার দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছি আমরা।

একইসঙ্গে তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, রাজ্যের মানচিত্রে কোথাও বিজেপির অস্তিত্ব নেই। দিল্লিতে কিছু নেতা রয়েছেন। ভবিষ্যতে দিল্লিতেও তাদের খুঁজে পাওয়া যাবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। জয়ী বিধায়কদের পদত্যাগ এবং মৃত্যুর কারণে রাজ্যের পাঁচটি কেন্দ্রে সম্প্রতি বিধায়ক শূন্য হয়ে গেছে। তাই অবিলম্বে শাস্তি কেন্দ্রে নির্বাচন করার দাবি জানিয়েছেন তৃণমূল সরকার। উপ নির্বাচন হলে আরো একবার তৃণমূল সরকার জয়ী হবে বলে আশাবাদী পার্থ চট্টোপাধ্যায়।

এদিকে মঙ্গলবার কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, নভেম্বরে ভোটার তালিকা সংশোধন করা হবে। নতুন ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। নাম সংশোধন অথবা ঠিকানা পরিবর্তনের কাজ সময়ে করতে পারবেন জনসাধারণ। সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের জানুয়ারি মাসে।