সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মোটরসাইকেলের থেকেও ক’ম দা’মে কিনুন মারুতির এই চার চা’কা গাড়ি, আজই জানুন

বিগত কয়েক বছর ধরেই ভারতে সেকেন্ড হ্যান্ড কারের চাহিদা বেড়েছে অনেকটাই। কারণ নতুন গাড়ির তুলনায় সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম সস্তা। আর এইসব দিক বিবেচনা করে বর্তমানে অনেক বড় গাড়ি নির্মাতারাও এই ব্যবসা থেকে ভালো লাভ করছেন।

Maruti True Value থেকে Mahindra First Choice এবং Car Dekho থেকে Cars24 পর্যন্ত, অনেক কোম্পানিই ব্যবহৃত গাড়ির জন্য ভাল ডিল অফার করে। আজকাল টেকনোলজির যুগে এখন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেও সেকেন্ড হ্যান্ড কার কেনা যায়।

এর মাধ্যমে গ্রাহকরা সার্টিফায়েড সেকেন্ড হ্যান্ড গাড়ির সাথে ওয়ারেন্টিও পেতে পারেন। হোলি উপলক্ষে বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফার দিয়ে থাকেন।

এই মুহুর্তে সেকেন্ড হ্যান্ড মারুতি সুজুকি অল্টো কেনার পরিকল্পনা থাকলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ এই প্রতিবেদনে থাকতে চলেছে এই সম্পর্কিত বিশেষ কিছু তথ্য।

আরো পড়ুন: প্রতিদিন তিন বার! তবেই হবে বি’য়ে, চুক্তিপত্র বরের হা’তে ধ’রি’য়ে মণ্ডপে বসলেন কনে

এখানে গ্রাহকদের জন্য রয়েছে অনেকগুলি বিকল্প। ব্যবহৃত মারুতি অল্টো মারুতি ট্রু ভ্যালুতে পাওয়া যায়। গাড়িটি ৯০ হাজার কিলোমিটার কভার করা, ২০০৭ মডেলের গাড়ি ৫০ হাজার টাকার মধ্যে পেতে পারেন গ্রাহক।

গাড়ির প্রথম মালিক গাড়িটিকে খুব যত্ন সহকারে চালান এবং সময় মতো সার্ভিস করেন বলে বেশিরভাগ ক্ষেত্রেই গাড়িটি খুব ভালো অবস্থায় থাকে। মারুতি অল্টোর এসটিডি মডেলটিও ট্রু ভ্যালুতে পাওয়া যাচ্ছে। এই সেকেন্ড হ্যান্ড গাড়িটির দাম থাকছে ৮৫ থেকে ৯০ হাজার টাকা।

গাড়িটি ৮০ থেকে ৮৫ হাজার কিলোমিটার কভার করা ২০০৭ মডেলের একটি গাড়ি। অনেক ক্ষেত্রেই গাড়িটির কন্ডিশন যেহেতু খুব ভালো, তাই এটিও গ্রাহকদের খুব পছন্দের। এছাড়া গ্রাহকরা True Value-র সঙ্গে যোগাযোগ করলে ভাল ডিল পেতে পারেন।

তবে সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম সস্তা হলেও এইসব গাড়ি কেনার ব্যাপারে সতর্ক থাকতে হবে, বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া আবশ্যক।

আরো পড়ুন: ফুটবল ম্যাচ চলাকালীন দ’র্শ’ক ভ’র্তি গ্যালারি হুড়মুড়িয়ে ভে’ঙে পড়ল, দেখুন শিহরণ জা’গা’নো ভিডিই

প্রথমত, গাড়ির সমস্ত কাগজপত্র নিজেকেই পরীক্ষা করে নিতে হবে। ইনসিওরেন্স ট্র্যাক করে দেখে নিতে হবে।
কাগজপত্রগুলি আসল কি না যাচাই করে নিতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে তবেই পরবর্তী প্রক্রিয়া শুরু করা ভালো।

কোনোভাবেই গাড়ির টেস্ট ড্রাইভ করতে ভুলবেন না। গাড়ির ইঞ্জিন এবং অন্যান্য বিষয়গুলি ভালো করে পরীক্ষা করার জন্য সম্ভব হলে আপনার সঙ্গে একজন মেকানিক নিয়ে যেতে পারেন।