সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Budget Honeymoon: দেশের ৭ জায়গায় খুব স’স্তা’য় হানিমুন, খরচ মা’ত্র ২০ হাজার টা’কা

এমনিতেই বছরের শেষে বিয়ের সিজন চলছে, আজকাল বিয়ে হওয়ার আগেই সবাই ঠিক করে নেন যে তাদের হানিমুন টুর কোথায় হবে। সদ্য বিবাহিত জুটিরা সব সময় চান কোনো রোমান্টিক স্থানে হানিমুন করতে, তবে অনেকেই বুঝতে পারেন না যে ভারতে এমন কি কি জায়গা রয়েছে যেগুলো সত্যিই হানিমুনের জন্য একদমই যথাযথ।

আবার অন্যদিকে সুন্দর জায়গা হলেও তার জন্য কত খরচ হবে এই নিয়ে দ্বিধায় থাকেন অনেকে, তবে শুনলে অবাক লাগবে যে উত্তর ভারতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মাত্র ২০,০০০ টাকার প্যাকেজে আপনি হানিমুন সেরে ফেলতে পারবেন। আসুন সেই জায়গা গুলি সম্পর্কে বিস্তারিত জেনে নি।

প্রথমেই যে সুন্দর জায়গাটি হানিমুনের জন্য একদমই যথাযথ সেটি হল সিমলার থেকে বেশ কিছুটা দূরে নালদেহরা বলে একটি রেল স্টেশন। এখানের অসাধারণ পরিবেশ এবং সবুজ সৌন্দর্যের পরিমাণকে আরো বেশি বাড়িয়ে তোলে সঙ্গীর সঙ্গে অ্যাডভেঞ্চার করার দুর্দান্ত একটি সুযোগ পাওয়া যাবে এই জায়গাতে।

এরপর এই যে জায়গাটি আছে সেটি হল মানালি। যেখানের চারদিকের সবুজ উচু পাহাড় হানিমুন ডেস্টিনেশনের ক্ষেত্রে সবথেকে বেশি যথাযথ জায়গা। এই জায়গাতে প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং এবং ট্রেকিং এর সাথে জঙ্গল সাফারি ও করা যায়।

বীর বিলিং বলে জায়গাটিতে হানিমুন করার পরিকল্পনা করে থাকলে তা যথেষ্ট আনন্দদায়ক হতে পারে বলেই মনে করা হয়, কারণ এখানে হিমাচল প্রদেশের সুন্দর প্যারাগ্লাইডিং, স্পোর্টস অ্যাডভেঞ্চার করার মতো সুযোগ আছে তা বেশ বিখ্যাত।

য়ারা ভীষণ পরিমাণে প্রকৃতি এবং সবুজকে ভালবাসেন তাদের জন্য যথাযথ জায়গা হল হিমাচল প্রদেশের তীর্থন ভ্যালি। এই জায়গাটি টাউন মাছের জন্য ভীষণ বিখ্যাত। ২০,০০০ টাকার প্যাকেজ এ আপনি সুন্দর হানিমুন ট্রিপ করতে পারেন।

প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে রানিখেত একটি বিশেষ জায়গা। এখানে পাখির আওয়াজ এবং হিমাচলের চূড়ায় যে মনমুগ্ধকর দৃশ্য দেখা যাবে তা অত্যন্ত রোমাঞ্চকর।

লাক্সারি ফিলিং হানিমুনে আনতে চান তাহলে সেক্ষেত্রে জয়পুর একটা যথাযথ জায়গা গোলাপি শহর এই জায়গাটি কেউ বলা হয়ে থাকে। এখানে রয়েছে হাওয়া মহল যেখানে রেশমার বারান্দায় থেকে রাজস্থান ডিশ খাওয়ার সুযোগ পেতে পারেন।

পাহাড়ের মাঝখান থেকে বয়ে গেছে জলপ্রপাত এরকম একটি জায়গার মধুচন্দ্রিমা করতে গেলে আপনাকে যেতে হবে ম্যাকলিওডগঞ্জ। এখানে নাদ্দী এবং ভাগসু জলপ্রপাত দেখা যাবে।