সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৮০ বছরের দা’ম্প’ত্য শে’ষ হলো কয়েক ঘন্টার মধ্যেই, স্বামীর মৃ’ত্যু’র কিছুক্ষণ পরেই মা’রা যান স্ত্রীর

আমরা ছোটবেলায় শুনে এসেছি যে, ‘জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে’ প্রবাদটি।রাজস্থানের আজমেরের এক বর্ষীয়ান দম্পতি আর এই প্রবাদটাই যেন আরও এক বার প্রমাণ করে দিলেন। রাজস্থানের আজমের জেলার শ্রীনগরের কালেড়ি গ্রামে বাস করতেন ওই বৃদ্ধ দম্পতি।

অসুস্থ স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই সেই শোক সহ্য করতে না-পেরে পৃথিবীকে চিরবিদায় জানালেন বর্ষীয়ান স্ত্রী-ও। ১০৫ বছর বয়সী ভৈরু সিং রাওয়াত এবং তাঁর ১০১ বছর বয়সী স্ত্রী হিরা দেবী– আজ তাঁদের ভালোবাসার নজির যেন লোকের মুখে মুখে ফিরছে। এর আগেও অবশ্য এই দম্পতিকে নিয়ে চর্চা হয়েছে বিস্তর।

গ্রামবাসীরা জানিয়েছেন যে, ওই দম্পতির প্রায় আশি বছরের বিবাহিত জীবন এবং তাঁদের মধ্যে ছিল এক অদ্ভুত গভীর টান। আর তাঁদের স্নেহ-ভালবাসা একেবারে চোখে পড়ার মতোই ছিল।

আরো পড়ুন: “বার্থ ডে গার্ল”-কে কি উপ’হা’র দিলেন শোভন? বি’চ্ছে’দে’র পর প্রথম জন্মদিন পা’ল’ন বৈশাখীর

অন্ত্যেষ্টি ক্রিয়ায় উপস্থিত অতিথিরা, একই চিতায় স্বামী-স্ত্রীর সৎকারের দৃশ্য দেখে আর চোখের জল ধরে রাখতে পারেননি। সকলেই শ্রদ্ধা জানান এই দম্পতিকে।

অনেকেই বলাবলি করছেন, যেখানে আজ বেশির ভাগ সম্পর্কের ক্ষেত্রেই বিচ্ছেদের সুর শোনা যায়, সেখানেই ভৈরু সিং এবং হিরা দেবীর দীর্ঘ দাম্পত্য যেন দৃষ্টান্ত।