সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্রিটেনের সাংসদের গ’লা’য় মোদির প্রশংসা, বিজেপিকে স’ম’র্থ’ন করে বা’র্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে পৃথিবীর সবথেকে ক্ষমতাবান শাসক।USA, ইংল্যান্ড,রাশিয়া,ফ্রান্স সহ বিভিন্ন শক্তিশালী দেশের প্রধানদের সাথে তাঁর সুসম্পর্কের কথা কারও অজানা নয়। আবারও মোদিজির প্রশংসা শোনা গেল ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যানের গলায়।

সম্প্রতি বিবিসির (BBC) তথ্যচিত্র ‘ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চন’এ (India The Modi Question) ভারত বিরোধী প্রচার করা হয়। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে ইংল্যান্ড সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তৈরি ভিত্তিহীন তথ্যচিত্রের বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন জায়গায়। বব ব্ল্যাকম্যান জানিয়েছেন, ‘এইরকম জঘন্য তথ্যচিত্র সম্প্রপ্রচার করা বিবিসি’র উচিত হয়নি, সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ‘তথ্যচিত্র’টি। ঘটনাটিকে নিয়ে তদন্ত করা হবে।’

আরো খবর: ২০-২১ তারিখ না এলে ২২ শে বাড়িতেই থাকুন, ফেসবুকে সরকারি কর্মীদের শা’সা’নি উদয়নের

বব ব্ল্যাকম্যানের আরও দাবি করেন ‘ভারত ও ব্রিটেন একে অপরের শক্তিশালী বন্ধু।শীঘ্রই দুই দেশ নিজেদের মধ্যে একাধিক বাণিজ্য চুক্তিতে(Free trade agreement)আবদ্ধ হতে চলেছে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক চিঁড় ধরাবার চেষ্টা অত্যন্ত দুঃখজনক।’

বব আরও বলেন যে, ‘আমি দীর্ঘদিন থেকেই বিজেপির বড় সমর্থক।বিজেপি ব্রিটেনের কনজারভেটিভ পার্টির বন্ধু।’ ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যানের এহেন মন্তব্য ভারতকে স্বস্তি দেবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।