সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কনে রাশিয়ার, বর জার্মানির! ভারতে হিন্দু রী’তি মে’নে বি’য়ে করলেন দুজন

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি জোর চর্চা শুরু হয়েছে জার্মানির বর, রাশিয়ার কনে হিন্দু রীতি মেনে বিবাহ নিয়ে। তাদের দুজনের বিয়ে হয়েছে গুজরাটের হিম্মতনগরের সরোদিয়া গ্রামে। পাত্রের ক্রিস মুলার, তিনি একজন ধনী ব্যবসায়ীর ছেলে এবং সিঙ্গাপুর স্থিত এক কোম্পানির সিইও। পাত্রীর নাম জুলিয়া উখভাকাটিনা। সবথেকে আশ্চর্যের বিষয় তাদের বিয়ে মন্ত্রপাঠ ও বৈদিক রীতি রেওয়াজ মেনে সম্পন্ন হয়েছে।

তাদের বিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন দূর দুরান্তের গ্রামের লোকজন। বিদেশী পাত্র পাত্রীর বিয়ে এক গ্রামে সম্পন হওয়ায় দৃশ্য দেখে গ্রামবাসীরা নিজেদের খুশি ব্যাক্ত করেছেন। ক্রিস জানিয়েছেন, তিনি যখন 23 বছরের ছিলেন সেই সময় থেকেই তার কাছে ধনসম্পত্তির অভাব ছিল না। তার বাড়িঘর গাড়ি সবকিছুই ছিল। তা সত্ত্বেও তার মন সবসময় হতাশ হয়ে থাকতো। আর সেই কারণেই তিনি সবকিছু ছেড়ে দিয়ে একটা স্পোর্টস কার নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েন।

ক্রিস এ প্রসঙ্গে আরও জানান যে তিনি বহু দেশ ঘুরে বেড়িয়েছেন। আর এমনই এক সময়ে তার সাথে জুলিয়ার দেখা হয় ভিয়েতনামে। ধীরে ধীরে তারা একে অপরের কাছে আসে। ক্রিসের মতে, তিনি বিশ্বের সমস্ত মহাদেশের ভ্রমণ করেছেন কিন্তু ভারতের মতো সভ্যতা-সংস্কৃতি কোথাও পাননি। ক্রিস বলেছেন, ”ভারত একটা ধার্মিক স্থান আর আমি এখানে বসবাস করতে পছন্দ করি।”