সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার থেকে বাড়িতেই “বিয়ার” তৈরি করুন, সময় লাগবে মা’ত্র ২ মিনিট!

গরমের মরশুম এসেই গেল প্রায়, তাই নিজেকে ঠান্ডা করার জন্য বিয়ার এখন অনেকেরই পছন্দের তালিকায় যুক্ত হবে। তবে এই বিয়ার যদি এবার বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয়? ম্যাগির মতোই ২ মিনিটে বাড়িতেই তৈরী করবেন বিয়ার।

শুনে হয়তো অনেকের বিশ্বাস হচ্ছে না। কিন্তু ঘটনা সত্যি। আসলে জার্মানি এখন বিয়ার পাউডার প্রস্তুত করছে। আর সেই বিয়ার পাউডার ঠান্ডা জলে মিশিয়ে দু মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন বিয়ার। বিয়ার প্রস্তুতকারী সংস্থার দৃঢ় বিশ্বাস এটি আগামীতে খুবই জনপ্রিয় হবে।

তাছাড়া এই বিয়ার পাউডার এখনো বাজারে আসে নি। তবে বিয়ার প্রস্তুতকারী নোয়েৎসেল ব্রেওয়ারির কথা অনুযায়ী চলতি বছরের শেষের দিকেই এই বিয়ার পাউডার বাজারে চলে আসবে।

আরো খবর: রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার ভা’লো খবর, ব’ড়ো সি’দ্ধা’ন্ত নবান্ন-র

এখানেই শেষ নয় এই বিয়ার পাউডার প্রস্তুত করার পাশাপাশি পরিবেশের কথাও মাথায় রাখা হয়েছে। কারণ সংস্থা জানিয়েছে বোতল জাত বিয়ার রপ্তানির ক্ষেত্রে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, সেটা এক্ষেত্রে হবার নয়। তবে দুঃখের বিষয় হলো তবে বর্তমানে এই বিয়ার পাউডার কেবলমাত্র পাওয়া যাবে জার্মানিতে।