Home চাকরি রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার ভা’লো খবর, ব’ড়ো সি’দ্ধা’ন্ত নবান্ন-র

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্য সরকারি কর্মীদের জন্য এবার ভা’লো খবর, ব’ড়ো সি’দ্ধা’ন্ত নবান্ন-র

রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোঁটাতে এক নতুন নির্দেশিকা জারি করল নবান্ন। নির্দেশিকার মাধ্যমে মহাবীর জয়ন্তীর ছুটির দিন বদল করল রাজ্য সরকার। শনিবার বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছে আগামী ৩ এপ্রিল মহাবীর জয়ন্তীর ছুটি দেওয়া হবে স্কুল, কলেজের পাশাপাশি রাজ্য সরকারি সমস্ত অফিসগুলিকেও।

প্রকৃতপক্ষে ৪ এপ্রিল মঙ্গলবার হলো মহাবীর জয়ন্তী। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ওই দিনই ছুটি বরাদ্দ করা হয়েছিল। কিন্তু আচমকা তা পরিবর্তন করে করা হল ৩ এপ্রিল, সোমবার। অন্যদিকে ১ ও ২ এপ্রিল অর্থাৎ শনি ও রবিবার এমনিতেই ছুটি রয়েছে।

ফলে মাসের শুরুতেই টানা ৩ দিন ছুটি পাবেন কর্মীরা। বিরোধীদের দাবি কর্মচারীদের দাবি মতো ডিএ মেটাতে পারেনি রাজ্য , তাই ছুটি দিয়ে কর্মীদের মন পাওয়ার চেষ্টা চলছে।

আরো খবর: LIC গ্রাহকদের জন্য বড় ঝ’ট’কা! এ মাসেই দুটি জনপ্রিয় স্কি’ম বন্ধ হ’য়ে যাচ্ছে!

প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের জন্য হামেশাই অতিরিক্ত ছুটির ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর লম্বা ছুটির পাশাপাশি মণীষীদের জন্মদিবসেও ছুটি পাওয়া যায়। এপ্রিল মাসে রঘুনাথ মুর্মু, বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি দিয়েছে রাজ্য। এবার সেই তালিকায় যুক্ত হল মহাবীর জয়ন্তী।