সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বলিউড কোনোদিন তাকে যো’গ্য সন্মান দেয়নি, নায়কদের জন্যই কে’রি’য়া’র ন’ষ্ট! কোথায় এখন জনি লিভার?

বিনোদনের দুনিয়ায় অনেক নামী দামী নায়ক নায়িকা আমরা সকলেই দেখতে পাচ্ছি, সেই নিয়েই সকলে মেতে থাকে। কিন্তু একটা ছবিতে একটা মজার দৃশ্য যেটা আমাদের ওই সিনেমা দেখার আনন্দ টা আরো দু গুণ বাড়িয়ে দেয় সেই ব্যক্তিটিকে আমরা মনেই রাখি না। আর এই ব্যাক্তি টাকেই কমেডিয়ান বলা হয়। একটা ছবিতে কমেডিয়ানের ভূমিকা অনেক থাকে।

যেমন নব্বই এর দশকে এক বিখ্যাত কমেডিয়ান হলেন জনি লিভার। তার অভিনয় প্রত্যেকটা মানুষকে হাসতে বাধ্য করায়। সেই সময় তার বাজারই আলাদা ছিল। সেই সময় রিলিজ করা প্রায় প্রতিটা ছবিতেই কমেডির রোলে তাঁকে নেওয়া হত। এক বছরে অন্তত ১২ টা ছবিতে কাজ করেছেন তিনি।

কিছু সময় আগে রোহিত শেট্টির ‘সার্কাস’ ছবিতে ফের ধরা পড়েছিল জনির ম্যাজিক। বছরের পর বছর গড়িয়ে গেলেও তার প্রতিভা যে ফুরিয়ে যায়নি তা তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন এই সিনেমাতে তার অভিনয়ের মাধ্যমে। তবুও জনি লিভারের মনের মধ্যে জমে রয়েছে অনেক হতাশা, কারণ তিনি তার যোগ্য সন্মান পাননি।

আরো খবর: প্রেমিক কি আগামী দিনেও আপনার সঙ্গে আগের ম’তোই থাকবেন? বুঝবেন যেভাবে

কারণ আজ তার হাতে ছবি খুব কম থাকে। তাঁর মতে বলিউডের ষড়যন্ত্রে নাকি আজ তার এই পরিণতি। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। তিনি তাঁর মনের হতাশা থেকে বলেন, “সেই সময় পরিচালকরা আমার উপর ভরসা করত। অনেক দৃশ্যে নিজের মত করে অভিনয় করেছি। যা কমেডি দৃশ্যগুলোকে আরও সুন্দর করে তুলত।”

তবে এখন আর বলিউডে কমেডির বাজার তেমন নেই। কিন্তু যখন কমেডি চলত তখন বলিউড হিরোদের ষড়যন্ত্রের কারণেই জনি কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন। কারন এমন অনেক হিরো ছিল তাদের নিজেদের অভিনয় খাটো হয়ে যাওয়ার ভয়ে জনির অনেক ভালো ভালো সিন কেটে দিতে বলতো।

এভাবে তাঁর অনেক ভালো অভিনয় দর্শক দেখতেই পায়নি বলে অভিযোগ করেন তিনি। জনি লিভার তার প্রথম জীবনে মিমিক্রি করত এর পর স্ট্যান্ড আপ কমেডিতে তাঁর জনপ্রিয়তা বাড়ে। জনি তারপর দীর্ঘ ফিল্মি জীবনে ৩০০ এর বেশি ছবিতে অভিনয় করেছেন।

‘তুম পর হাম কুরবান’ ছবি দিয়ে আশির দশকে বলিউডে পা রেখেছিলেন তিনি। প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয়ে তিনি নজর কেড়েছিলেন। এরপর পরিচালক তথা অভিনেতা সুনীল দত্তের নজরে পড়েন জনি। তারপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। ‘দর্দ কা রিস্তা’ ছবিতে একটি চরিত্রে অভিনয় করার পর তিনি আরও জনপ্রিয়তা পান।

এর পর থেকে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। পুরো উনিশ শতক জুড়ে তাঁর অনেক অভিনয় হাস্যরস দর্শক উপভোগ করেছে। বর্তমানে তাঁর দুই সন্তান রয়েছে জেমি এবং জেসিও বাবার মত কমেডিয়ান হওয়ার পথে পা বাড়িয়েছেন। জনির কন্যা জেমি লিভার মিমিক্রি আর্টিস্ট। তাঁর কমেডি গুলোও আজকের জেনারেশন এনজয় করতে শুরু করেছে।