সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধা’মা’কা প্র’ক’ল্প! ৪২০ টা’কা বিনিয়োগে প্রতি মা’সে পেনশন পান ১০ হাজার টা’কা, জেনে রাখুন

অটল পেনশন যোজনা কেন্দ্রীয় সরকারের একটি পেনশন স্কিম। এটি Pension Fund Regulatory and Development Authority (PFRDA) -র দ্বারা পরিচালিত। এটি অত্যন্ত ভাল একটি প্রকল্প৷ অত্যন্ত সুরক্ষিত ভাবে বিনিয়োগ করা যায় এই প্রকল্পে। সামাজিক নিরাপত্তা মাথায় রেখে এই স্কিম তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হল, একজন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা। ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কেউ এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।

অটল পেনশন যোজনা বা APY প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদীর পতাকা অধীনে জুন ২০১৫ সালে চালু হয়েছিল। যাদের কাছে পোস্ট অফিস বা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তারা ৬০ বছর পরে পেনশন শুরু করবেন।

অটল পেনশন প্রকল্পের আওতায় গ্রাহকরা ৬০ বছর বয়সের পরে একটি স্থির পেনশনের পরিমাণ পান। এটি বৃদ্ধ বয়সে তাদের জন্য সহায়ক হবে বলে মনে করা হয়। এই স্কিমের পেনশনের পরিমাণ ব্যক্তির সাবস্ক্রিপশনের উপর ভিত্তি করে ১,০০০ থেকে ৫,০০০ টাকা অবধি রয়েছে। অটল পেনশন যোজনায় বিনিয়োগ করলে ৬০ বছর পরে ১,০০০ ২,০০০ ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা করে নিশ্চিত পেনশন পেতে পারেন।

অটল পেনশন যোজনায় বিনিয়োগ করলে সংবিধানের ৮০ সি ধারা অনুযায়ী ১.৫ লক্ষ টাকা আয় করে ছাড়া পাওয়া যাবে ৷ বেশ কিছু বিশেষ ক্ষেত্রে আরও ৫০,০০০ টাকা বাড়তি আয়করে ছাড় পাওয়া যাবে ৷ তাই সব মিলিয়ে আয়করে ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব ৷

৫,০০০ টাকা করে পেনশন পেতে গেলে যাঁর ১৮ বছর বয়স তাঁকে বিনিয়োগ করতে হবে ২১০ টাকা করে ৷ আর ৬০ বছর পরে প্রতি মাসে নিশ্চিত পেনশন পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। ৩৯ বছরের কমে স্বামী-স্ত্রী ৪২০ টাকা করে জমা করলেই ৬০ বছর পরে মাসে ১০,০০০ টাকা করে পেতে পারেন ৷

এই যোজনায় ৬০ বছর পরে মাসে ১,০০০ টাকা পেনশন পেতে গেলে ৪২ টাকা করে বিনিয়োগ করতে হবে, ২,০০০ টাকা পেতে গেলে ৮৪ টাকা করে বিনিয়োগ করতে হবে ৷ ৩,০০০ টাকা পেনশনের জন্য ১২৬ টাকা করে মাসে জমা দিতে হবে ৷ ৪,০০০ টাকা করে মাসিক পেনশন পেতে গেলে মাসে ১৬৮ টাকা করে জমা দিতে হবে।