সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লেবু এখন আর নয় পাতি, আকাশ ছোঁ’য়া দা’মে বিক্রি হ’চ্ছে পাতি লেবু

লেবু বলেই কি তাঁর কোনো মূল্য নেই? একটা সময় এই কথা শোনা যেত প্রায় মানুষের মুখে। কিন্তু এখন তারাই লেবু খাওয়া ছেড়ে দিয়েছে প্রায়। কারণ জানেন? লেবুর দাম এখন যেন আকাশ ছোঁয়া।

পেট্রোল ডিজেলের সাথে প্রতিযোগিতা করে চলেছে লেবু। ভাবা যায়, এই দিনও দেখতে হবে কোনোদিন? আগে বাজারে ১০ টাকায় ৩ টি পাতি লেবু পাওয়া যেত। কিন্তু এখন ১০ টাকায় একটি পাতি লেবু পাওয়া দুষ্কর।

তাঁর মানে পাতি লেবু আর পাতি নেই। হুগলি সহ আরও বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেল পাতি লেবু বিক্রি হচ্ছে ১৬ টাকায়। ১০-১৬ টাকা কিছু কিছু জায়গায় ২০ টাকায় বিক্রি হচ্ছে পাতিলেবু।

আরো পড়ুন: ফের চিটফান্ডে জে’র’বা’র বাংলা! বিনিয়োগকারীদের ৪০০ কো’টি নিয়ে চ’ম্প’ট

কোন্নগর স্টেশনে পাতিলেবুর দাম ১৪ টাকা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেড়ে এখন হোটেলে পাওয়া যাচ্ছে না পাতিলেবু। লেবু ছাড়াই ডাল ভাত খেতে হচ্ছে সব বাঙ্গালীকে। যা দেখে সত্যি কষ্ট লাগে মনে।

লেবুর এই মূল্যবৃদ্ধির কারণ কিন্তু একটাই, ফলন হয় নি এবার সেভাবে। বাজারে এখন লেবুর চাহিদা থাকে তুঙ্গে। গরমে লেবু ছাড়া যেন তেষ্টা মেটে না। তাই চাহিদা থাকলেও লেবুর জোগান নেই সেভাবে।

আরো পড়ুন: বাইক স্টার্ট দিতে গিয়েই কিছু একটা কামড়ালো! চিৎকার ক’রে উঠলেন চালক

একদিকে ফলন কম, তাঁর ওপরে পরিবহন খরচ আর বলার মতো না। সব মিলিয়ে পাতি লেবু এখন সোনার চেয়েও দামী। পাইকারি বাজারে ১০০ পিস লেবুর দাম ২৫০-৩০০ টাকা ছিল এক্ সময়ে, সেটাই এখন বেড়ে হয়েছে ৭৫০-৮০০ টাকা।

তাই খুচরো বাজারে লেবু বেশী দামে বিক্রি করতে হচ্ছে সবাইকে। এতটাই এখন মূল্যবৃদ্ধি, যার ফলে ভাতের হোটেলে গিয়ে লঙ্কা লবণ দিয়েই মন ভরাতে হচ্ছে। যদি অতিরিক্ত পয়সা খরচ করা যাচ্ছে, তাহলেই মিলছে এক চিলতে পাতিলেবুর টুকরো।