সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের শিরোনামে ব্ল্যা’ক ফা’ঙ্গা’স, করোনার সঙ্গে এর স’ম্প’র্ক কি? বি’রা’ট আবিষ্কার কলকাতার বিজ্ঞানীদের

তখন করোনা চলছে সবে দ্বিতীয় ঢেউ। ঠিক সেই সময় করোনার আতঙ্ককে গ্রাস করে নেয় ব্ল্যাক ফাঙ্গাস। এটি এক প্রকার ছত্রাক ঘটিত রোগ এই সংক্রমণের ফলে মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষ করে যাদের একবার করোনা হয়েছে তাদের নিয়ে চিন্তায় পড়ে যান বিশেষজ্ঞরা।

এই রোগের কোন প্রামাণ্য চিকিৎসা পদ্ধতি ছিল না যা আরো ভয় কারণ হয়ে দাঁড়ায় বহু মানুষ এই রোগে আক্রান্ত হন এমনকি কারোর কারোর প্রাণ চলে যায়। তারপর কেটে গিয়েছে প্রায় দুই বছর এই রোগের কারণ অবশেষে সামনে এসেছে বিজ্ঞানীদের।

কলকাতার কয়েকজন বিজ্ঞানী ও চিকিৎসক ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইক্রোসিস সংক্রমণের কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন। এর চিকিৎসা পদ্ধতির সঙ্গে মিল রয়েছে স্টেরয়েড জাতীয় চিকিৎসা পদ্ধতির।

সেখানে জানানো হয়েছে মাইলয়েড ফ্যাগোসাইটিক ফাংশন শরীরে অনুপস্থিত থাকলে এই ছত্রাকের সংক্রমণ হয়। করোনা আক্রান্ত বহুরোগীর ক্ষেত্রে এই ফাংশন কাজ করত না।

আরো খবর: মহিলা অফিসারকে বে’ধ’ড়’ক মা’র বালি মাফিয়াদের, দেশজু’ড়ে ভিডিও ভাইরাল

কলকাতার বিজ্ঞানীরা সম্প্রতি আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়লোজি নামে একটি জার্নাল প্রকাশ করেছে। সেখানে জানা গিয়েছে এটি স্টেরয়েডের কারণেই বেশি মাত্রায় ঘটে থাকে।

তবে আগামী দিনে এই সংক্রান্ত আরো গবেষণা এই রোগের নিরাময় পদ্ধতি আবিষ্কার করবে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।