সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরানো কি-প্যাডের স’ঙ্গে সাদাকালো ডিসপ্লে, এই ফোন কেন এত প্রি’য় সকলের?

আজকাল একটা স্মার্ট ফোন ছাড়া জীবন যেনো অচল হয়ে পড়েছে। একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সকলের কাছেই থাকে একটা স্মার্ট ফোন। কিন্তু অনেকেই বলছেন যে, এই স্মার্ট ফোনে অনেক বেশি সময় নষ্ট হচ্ছে। যা তথ্য না জানলেও চলে যাবে আমরা সেগুলোই দেখতে থাকি ফলে সময় নষ্ট করছি। এর পরিবর্তে যদি ওই সময় টা অন্য কাজে লাগানো যায় সেটা অনেক বেশি লাভজনক হবে। কিন্তু স্মার্ট ফোন গুলির এত ফিচারস থাকায় সমস্যা হচ্ছে মানুষ ফোনেই বেশি ব্যস্ত হয়ে পড়ছে।

অনেকের মতেই মানসিক শান্তি নষ্ট করছেও এই ফোন। তাই এই আসক্তি থেকে মুক্তি পেতে অনেকেই বেছে নিচ্ছে পুরনো দিনের হারিয়ে যেতে বসা ফিচার ফোন গুলো। আর এই কারণেই সম্প্রতি বিভিন্ন ফিচার ফোন জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এমনই একটি ফিচার ফোন Mudita Pure। কোম্পানির দাবি এই ফোন ব্যবহারে মিলবে মানসিক শান্তি। Mudita pure ei ফোনের মিনিমালিস্ট ডিজাইন। সাদা ও কালো রঙে এই ফোন। এই ফিচার ফোনে একটি ই-ইঙ্ক সাদাকালো ডিসপ্লে ব্যবহার হয়েছে।

যাতে গ্রাহকের সব গোপনীয়তা বজায় রাখা যায় তাই সেভাবেই ডিজাইন করেছে এই ফোনের অপারেটিং সিস্টেম গুলো।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই ফোনে রয়েছে মাত্র ০.০৬ (w/kg) HEAD SAR ভ্যালু। যা বাজারের অন্য সব মোবাইল ফোনের থেকে কম। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এই কাজ করতে সক্ষম হয়েছে Mudita। কোম্পানি থেকে বলা হচ্ছে এই ফোনে কথা বলার সময় অন্য ফোনের চেয়ে শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: চীনের প্র’তি এত ভালোবাসা কেন? রাশিয়াকে প্র’শ্ন অজিত ডোভালের

অনেকেই ফোন ব্যাবহার করে রেডিওর ওপর এক মাধ্যম হিসেবে। অর্থাৎ গান শুনতে। সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোনের দুর্দান্ত স্পিকার সিস্টেম ব্যবহার হয়েছে। থাকছে হারমান-এর তৈরি বিশেষ স্পিকার। এছাড়াও ৩.৫ mm অডিও জ্যাক থাকছে। যদি প্রয়োজন মনে করে কেউ ব্লুটুথ -এর মাধ্যমেও কানেক্ট করতে পারবে হেডফোন/স্পিকার। এই ফোনের মাধ্যমে চাইলে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা যাবে। USB-C পোর্টের মাধ্যমে ফোনের সঙ্গে কম্পিউটার কানেক্ট করতে হবে।

এই mudita pure ফোনে গ্রাহকের মনসংযোগ নষ্ঠ হয় এরকম কিছু রাখা হয়নি। এই ফোনে থাকছে একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ই-ইঙ্ক ডিসপ্লের কথা মাথায় রেখে বিশেষভাবে এই অপারেটিং সিস্টেম ডিজাইন করা হয়েছে। এই ফোনে রয়েছে ১৬০০ mAh ব্যাটারি থাকছে। এই ফোনে অতিরিক্ত ফিচারস না রাখার জন্য এই ব্যাটারি অনেকক্ষণ চার্জ রাখতে বলা ভালো অনেকদিন চার্জ রাখতে সক্ষম বলেও জানাচ্ছে এই কোম্পানি পক্ষ।

Mudita pure এই ফোনে সবচেয়ে ইউনিক যেটি রয়েছে সেটি হলো এই ফোন নাকি মেডিটেশন অ্যালার্ট দেয়। এই ফোনে মেডিটেশন টাইমার রয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ ধ্যান করার কথাও মনে করবে এই ফোন। এই ফোনের স্পেসিফিকেশন সবাইকে অবাক করে। এই ফোনে রয়েছে ২.৮৪ ইঞ্চি ই-ইঙ্ক ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট প্রযুক্তি। এই ডিসপ্লেতে ৬০০x৪৮০ পিক্সেলস রেসোলিউশন পাবেন। ফোনের ভিতরে রয়েছে Arm Cortex-M7 ৬০০ MHz প্রসেসর।

ফোনের ভিতরে থাকছে ৬৪ MP SDRAM। সঙ্গে পাবেন ৬৪ GB ইন্টারনাল স্টোরেজ। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে ২ জি, ৩ জি, ৪ জি, সাপোর্ট। তবে এই ফোনের দাম কিন্তু খুব একটা কম নয়। মার্কিন ডলারে প্রায় ৩৬৯.৯৯ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৯,৫০০ টাকা। আপাতত এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে এই ফোন বলে জানা যাচ্ছে।