Home অফবিট কেন পুজোর স’ম’য় ঠাকুরকে নারকেল উৎসর্গ করে থা’কি?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন পুজোর স’ম’য় ঠাকুরকে নারকেল উৎসর্গ করে থা’কি?

পুজোর সময় ফুল-বেলপাতা গঙ্গাজল এমনকি মিষ্টি অর্পণ করা হয় কিন্তু অনেক সময় আমরা লক্ষ্য করি না প্রত্যেক পুজোতে নারকেল অর্পণ করা অবশ্যম্ভাবী। নারিকেল অর্পণ না করলে কোনো পুজো সম্পন্ন হতে পারে না। এমনও অনেক সময় দেখা যায়, কোন ব্যক্তি ঈশ্বরের কাছে কোন কিছু মানত করলে এবং সেই আশা পূর্ণ হলে ঈশ্বরের মন্দিরে গিয়ে নারিকেল ফাটায়।

কখনও কি ভেবেছেন কেন এই নারিকেল পুজোর কাজে ব্যবহার করা হয়? আসলে নারকেল জল এবং শাঁসটিকে আমাদের চরিত্রের মিষ্টতা সঙ্গে তুলনা করা হয়। তাই নারকেলের শক্ত অংশটি ভেঙে জল এবং শাঁস উৎসর্গ করার অর্থ হলো, আমাদের অহংকারকে ত্যাগ করা এবং অহংকার ত্যাগ করলেই তবেই আমাদের চরিত্রের মিষ্টতা প্রকাশ পাবে।

অহংকার ত্যাগ করলে তবেই আমরা সঠিক অর্থে দেবতার কাছে নিজেকে উৎসর্গ করতে পারব দেবতার কাছে, এমন একটা চিন্তা ভাবনার জন্য প্রত্যেক পুজোতে ঈশ্বরের কাছে নারকেল অর্পণ করা হয়।