সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেকর্ড ব্রে’ক করলো বিজেপি, “প্রধান বিরোধী” তকমা হা’রা’তে চ’লে’ছে কংগ্রেস

৩ দশকের রেকর্ড ভাঙল বিজেপি ( BJP)। রাজ্যসভায় গেরুয়া শিবিরের সদস্যসংখ্যা একশো ছুঁয়ে ফেলল। ১৯৮৮ সালের পর এই প্রথম কোনও দল রাজ্যসভায় একক শক্তিতে ১০০ ছুঁয়ে ফেলল।

তবে, কংগ্রেসের অবস্থা এতটাই সঙ্গীন, যে সংসদের উচ্চকক্ষেও বিরোধী তকমা হারাতে হতে পারে তাদের।শুক্রবার একসঙ্গে রাজ্যসভায় ১৩ জন নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে ১০ জন নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অসমের দু’টি আসন এবং ত্রিপুরার একটি আসনে শুক্রবার নির্বাচন হয়।এই তিনটি আসনেই বিজেপি এবং তার জোটসঙ্গীরা জয়ী হয়েছে।

আরো পড়ুন: অবশেষে দেবী চৌধুরানী মন্দিরের দরজা খু’লে দেওয়া হ’লো, খু’শি’তে আ’ত্ম’হা’রা ভক্তরা

অসম বিধানসভার শক্তি অনুযায়ী, দুই আসনের মধ্যে একটি জেতার কথা ছিল কংগ্রেসের। কিন্তু শেষপর্যন্ত বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক ক্রস ভোট করায় সহজেই দ্বিতীয় আসনটিতেও জয়ী হন বিজেপি মনোনীত ইউপিপিএলের প্রার্থী।

যার ফলে এই প্রথমবার অসম থেকে কংগ্রেসের একজনও রাজ্যসভার সদস্য থাকছেন না। একটা সময় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও অসম থেকে কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সদস্য হয়েছিলেন। অন্যদিকে ত্রিপুরাতেও বামপ্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি।