সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ন্যাজাল ভ্যা’ক’সি’ন বু’স্টা’র ক’বে থে’কে দেওয়া হ’বে? জানুন দা’ম

সম্প্রতি ভারত বায়োটিকের দ্বারা উৎপাদিত হয়েছে ন্যাজাল ভ্যাকসিন ইনকোভাক। এই ডোজের দুই ফোঁটা নাকে দিতে হবে। একদিকে যখন করোনার দাপট বাড়ছে সেইখানেই পাশাপাশি একটি সুখবর এসেছে জনসাধারণের জন্য।

এবার ইনজেকশন ছাড়াও নাকের মাধ্যমে করোনার ওষুধ নেওয়া যাবে। এই ভ্যাকসিনটির দাম হতে চলেছে ৮০০+ ৫পারসেন্ট জিএসটি।যদিও এই দামটি সরকারের দ্বারা নির্ধারিত হয়েছে, সেই সঙ্গে কোম্পানি চায় এই ভ্যাকসিনটির দাম রাখতে ১০০০ টাকা।

এই ভ্যাকসিনটি সম্প্রতি ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন হিসেবে অনুমোদিত হয়েছে। এই ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে INCOVACC। ১৮ বয়সীদের বেশি বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া হবে।

আরো খবর: কি কা’ন্ড! প্রেমিক ছুটি কা’টা’তে ব্যস্ত, তার হয়ে পরীক্ষায় বসে বি’পা’কে তরুণী

নাকের মাধ্যমে এই বুস্টার ডোজ দেওয়া হবে। এই ভ্যাকসিনটি নাকের মাধ্যমে করে দেওয়া হবে। ওয়াশিংটন ইউনিভার্সিটি, সেন্ট লুইসের সঙ্গে অংশীদারিত্বে এই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে।

যারা কো ভ্যাকসিন এবং কোবিশিল্ডের টিকা সম্পূর্ণভাবে নিয়েছেন সে সমস্ত ব্যক্তিদের এটি বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে। জানুয়ারি মাসের শেষ নাগাদ যারা করোনা ভ্যাকসিনের দুটো ডোজ নিয়েছেন তাদের জন্যই এই ভ্যাকসিন উপলব্ধ।