সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়ো নেতা, তিনি বে’শি বোঝেন, কুণালের ক’থা’য় যা বললেন অনুব্রত

অনুব্রত মণ্ডল রামপুরহাট ঘটনার পরেই বিতর্ক বাড়িয়েছিলেন। তদন্ত শুরু হওয়ার আগেই সংবাদমাধ্যমে তিনি জানিয়েছিলেন, টিভি ফেটে শট সার্কিট থেকে বাড়িতে আগুন লাগে। অনুব্রতর সেই মন্তব্য ঘিরে বিরোধীরা একের পর এক নিশানা করেন রাজ্যের শাসকদলকে।

তা ঘিরে বেজায় অস্বস্তিতে পড়ে ঘাসফুল শিবির। বৃহস্পতিবার বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে কথা বলেন।

তাঁদের সাহায্য়ের জন্য প্যাকেজেরও ঘোষণা করেন। এর পাশাপাশি, রামপুরহাটে ১-এর তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি। তবে রামপুরহাট কাণ্ড নিয়ে তৃণমূলের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন: ট্রেন স’ফ’রে ফের মি’ল’বে কম্বল, জানেন কি কতদিন পর-পর পরিষ্কার করা হয়?

দলের দুই শীর্ষ নেতার একে অপরকে নিয়ে করা মন্তব্য তেমনই জল্পনার সৃষ্টি করেছে। এদিন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষকে অনুব্রতকে নিয়ে প্রশ্ন করা হয়। সেই উত্তরে কুণাল ঘোষ বলেন, “অনুব্রত মণ্ডল বড় নেতা।

বেশি বোঝেন। ওঁর কোনও কথার পরিপ্রেক্ষিতে আমি কোনও মন্তব্য করার প্রয়োজন আছে বলে মনে করি না।” এর পরেই কুণাল ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়।

সেই প্রশ্নের উত্তরে অনুব্রত প্রথমে হলেন, “কে কুণাল ঘোষ?” সাংবাদিকের কাছে জবাব শুনে তারপরে কেষ্ট বলেন, “কুণাল ঘোষ কী বলেছে, সেটা আমি বলতে রাজি নই।” দুই শীর্ষ নেতার এই মন্তব্য ঘিরে স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে।