সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাবধান এই অ্যা’প ডিলিট করুন এখনই, ফাঁ’কা হয়ে যা’চ্ছে ব্যাংক অ্যাকাউন্ট

প্রতারণার যে জাল এখন ফেদেছে প্রতারকেরা তা আর বলার মতো নয়। তারা সময়ের সাথে সাথে নিজেদের পরিবর্তন করেছে। আর এই পরিবর্তন এখন এতটাই শক্তিশালী হয়েছে যা সাধারণ মানুষের আরো বেশী ক্ষতিসাধন করছে।

আমরা সবাই ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে থাকি, তাছাড়া ক্রিপ্টো অ্যাপ এই সবের মাধ্যমেই একাউন্টের টাকা হাপিস করছে প্রতারকেরা। এবার এই কারণেই একটি অ্যাপ বন্ধ করে দিল গুগুল প্লে স্টোর।

অ্যাপের ফাঁদে ফেলে টাকা সড়াচ্ছে প্রতারকের দল। ইতিমধ্যেই সড়িয়ে দেওয় হয়েছে অ্যাপটি, তবে ইতিমধ্যেই ১০ হাজার বার ডাউনলোড করে ফেলেছে মানুষ অজান্তেই। এই অ্যাপটি হল কিউ আর কোড- বার কোডের একটি অ্যাপ ‘QR Code & Barcode’

আরো পড়ুন: রোদের উ’ত্তা’প অ’স’হ্য হয়ে পড়বে বঙ্গবাসীর জন্য, কি ব’ল’লো হাওয়া অফিস জেনে নিন

সম্প্রতি Cleafy নামে একটি সংস্থার রিপোর্টের পর এই তথ্য প্রকাশ্যে এসেছে যে, TeaBot নামে একটি অ্যাপে যেখানে ট্রোজান ম্যালওয়্যার পাওয়া গেছে। এই ম্যালওয়্যার এর মাধ্যমে মানুষের তথ্য ও ম্যাসেজ চুরি করা হয়েছিল। ম্যালওয়্যার খুবই বুদ্ধিদীপ্ত যার কারণে সামনে থেকেও অদৃশ্য থাকে তারা।

আমরা নতুন কোনো অ্যাপ ডাউনলোড করার পর যখন সেটাকে ইন্সটল করি, তখন কিন্তু অনেক অনুমতি চায় সেই অ্যাপগুলো। তাই এখন যখনই কোনো অ্যাপ ডাউনলোড করবেন তার আগে তার রিভিউ থেকে শুরু করে বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন পরে নেওয়াটা ভালো। তাহলে অনেকটাই সতর্ক থাকা যাবে।

প্রথম দিকে এই অ্যাপটি ভালো ব্যবহার যোগ্য অ্যাপ হিসেবেই মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। তার জন্য অনেকেই নিশ্চিত ভাবেই এই অ্যাপ ডাউনলোড করতে থাকে। তবে তাদের অজান্তেই চলতে থাকে জালিয়াতির কারবার।

দেখলে তেমনভাবে বোঝা না গেলেও খুবই প্যাঁচালো জিনিস , যার উদ্দেশ্য জালিয়াতি। প্রতি পদক্ষেপে জালিয়াতির ফাঁদ পাতা। প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করার পর, আবার একটি অ্যাপ ডাউনলোড করার অনুমতি চাওয়া হত, আর এখানেই ছিল সেই আসল ফাঁদ। সেখানেই ছিল ম্যালওয়্যার। আর সেটাকে কেন্দ্র করেই চুরি করে নেওয়া হয় তথ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ।