সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেয়েদের চোখে না’কি টাক মাথার পুরুষরাই বে’শি আকর্ষণীয়! গবেষণায় চ’ম’কে দেওয়ার ত’থ্য

আজকাল আমাদের সকলেরই একটি প্রধান সমস্যা মাথার চুল পড়ে যাওয়া। চুল পড়ে যেতে যেতে টাক পরার মতো সমস্যাও দেখা দিচ্ছে হামেশাই। পুরুষ হোক বা নারী, প্রায় কেউই পছন্দ করেননা টাক। কিন্তু সম্প্রতি একটি গবেষণা উল্লেখ করে Times of India চমকপ্রদ সব তথ্য তুলে এনেছে। অন্তত এই সমীক্ষার রিপোর্ট জানলে আশ্বস্ত হবেন টাক থাকা ব্যাক্তিরাও।

বিখ্যাত সুপারস্টার জেসন স্টাথুম ই হোন বা ব্রুস উইলি ,অথবা ধননকুবের (আমাজন কোম্পানির মালিক) জফফ বেজসই হন না কেনো, এদের সকলের মাথাতেই কিন্তু বিন্দু মাত্র চুল নেই।

কিন্তু এনারা সকলেই নিজেদের ক্ষেত্রে পাকা খেলোয়াড় এবং খুবই আকর্ষণীয় ব্যাক্তিত্বের অধিকারী। গবেষণায় উঠে এসেছে যে টাক মাথার ব্যাক্তিরাই নাকি বেশি প্রভাবশালী এবং সফল।

আরো খবর: সূর্যের একাংশ আচমকা ভে’ঙে পড়লো! বি’র’ল দৃ’শ্য দেখে হ’ত’বা’ক বিজ্ঞানীরা

সমীক্ষাটি করার জন্য অংশগ্রহণকারী সকল সদস্যদের একজন মানুষের দুরকম ছবি- একটিতে মাথায় চুল এবং একটিতে টাক,এবং তাদের প্রতিক্রিয়া রেকর্ড করা হয়। সিংহভাগ অংশগ্রহণকারী টাক মাথার বেক্তিকেই বেশি আকর্ষণীয় বলে জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে টাক থাকা ব্যাক্তিরা নাকি বেশি বুদ্ধিমান ও জ্ঞানী হন। তবে হালকা টাক থাকা ব্যাক্তিরা ততটা আকর্ষণীয় নয়। টাক থাকলে অবসাদে ভোগেন বেশিরভাগ মানুষই। কিন্তু গবেষণার রিপোর্ট দেখলে বোঝাই যাচ্ছে যে আধুনিক যুগে টাক থাকা খুব একটা চিন্তার বিষয় নয়।