সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার থেকে নিক্কো পা’র্ক থেকে ইকো পা’র্ক ঘো’রা যাবে এক টিকিটেই, উ’প’হা’র বাবুলের

শীত মানে বেড়ানোর মরশুম। আর এবছরের বড়দিনে রয়েছে লম্বা ছুটি। সেই ছুটিতে কাছে পিঠে কোথাও বেড়াতে গেলে মন্দ হয় না! আর বেড়ানো বলতেই প্রথমেই মাথায় আসে সিটি অফ জয়ের কথা। আট থেকে আশি ভালোবাসার জায়গা মানে কলকাতা। আর এবারে কলকাতায় বেড়ানোর জন্য চালু হয়ে গেল এক শহর এক টিকিট। উত্তর থেকে দক্ষিণ যেদিকে খুশি ঘুরে বেড়ান এক টিকিটে। যার সূচনা করেছেন রাজ্য পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এবার আলাদা আলাদা জায়গায় লাইন দিয়ে টিকিট কেটে ঘোরার দিন শেষ। একটা টিকিট কাটলেই প্রবেশ করা যাবে ইকো পার্ক থেকে ভিক্টোরিয়া।

শহরের ২১ টি দর্শনীয় স্থান ঘুরতে পারবেন একটা টিকিটে। আগামী ১৫ই ডিসেম্বর থেকে মিলে যাবে এই সুবিধা। ১৫ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই টিকিটের সুবিধা। ছুটির আবহে যারা কলকাতায় ঘুরতে আসবেন তাদের জন্য এই ব্যবস্থা অত্যন্ত লাভজনক হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। তবে তার আগে বাংলার পর্যটন দপ্তরে ওয়েবসাইটে গিয়ে এই পাশ বুকিংয়ের লিংক খুলতে হবে। অনলাইনে টিকিট কাটলে চলে আসবে একটি কিউ আর কোড।

সেই কোড স্ক্যান করলে খুলে যাবে ২১ টি আকর্ষণীয় স্থানের গেট। আলাদাভাবে টিকিট কাটলেও মিলবে একই সুবিধা।এই পাশে ২১ টি জায়গা দেখার জন্য একসাথে খরচ করতে হবে ৪৯৫ টাকা। নিকো পার্কে ৩০০ টাকার টিকিট মিলবে মাত্র ২৫ টাকায়। আবার কেউ যদি দশটি জায়গা দেখতে চান সেক্ষেত্রে পাওয়া যাবে আলাদা টিকিট। কোন কোন জায়গা আপনি নির্বাচন করবেন তার উপর নির্ধারিত হবে টিকিটের দাম। টিকিটের মেয়াদ ৭ দিন।

আরো খবর: প্রিয় মানুষকে হীরে উ’প’হা’র দেওয়ার আ’গে তার ভা’গ্য বি’চা’র করে দেখুন, না হলে অ’শা’ন্তি অনিবার্য

মন্ত্রী জানিয়েছেন আপাতত এই টিকিটের আওতায় রাখা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ,ইন্ডিয়ান মিউজিয়াম, নেতাজি ভবন, নেহেরু চিলড্রেন মিউজিয়াম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, নজরুল তীর্থ, সায়েন্স সিটি,আলিপুর মিউজিয়াম, কলকাতা পোর্ট মেরিটাইম মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, কলকাতা পুলিশ মিউজিয়াম, এশিয়াটিক সোসাইটি, আর কে মিশন স্বামী বিবেকানন্দ হাউস এন্ড কালচারাল সেন্টার, ইকোপার্ক নিকো পার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, সহ আরো একাধিক জায়গা। তবে আজই করছি চিড়িয়াখানা এখনো অন্তর্ভুক্ত হয়নি।১৫ ই ডিসেম্বর নিজের জন্মদিনের দিনটিকে শুভ উদ্বোধন হিসেবে বেছে নিয়েছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়।