সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’জ থেকে ১৫ দিন ব’ন্ধ বাগডোগরা এয়ারপোর্ট, পর্যটকদের সুবিধায় ব’ড়ো ঘো’ষ’ণা রেলের

রানওয়ে সংস্কার চলছে এই জন্যেই বন্ধ থাকছে বাগডোগরা বিমানবন্দরটি। এই বিমানবন্দরটি আগামী ১৫ দিন টানা বন্ধ থাকবে বলে জানা গেছে আপাতত।

বন্ধ থাকার জন্যই বিমান ওঠানামা দুটোই বন্ধ থাকবে এর কারণে সাধারণ যাত্রীদের, যারা ভিন রাজ্যে যাওয়া-আসা করেন তাদের পক্ষে সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গোটা ব্যাপারটি।

শুধুমাত্র যে যাত্রীদের ক্ষেত্রে এই ব্যাপারটি সমস্যার হয়ে দাঁড়াবে তা নয় এই ক্ষেত্রে বড়োসড়ো সমস্যার প্রভাব পড়বে পর্যটন শিল্প গুলিতে।

সামনেই বাংলা নববর্ষ বা গুড ফ্রাইডে এই সময়ে পর্যটকদের ভিড় উত্তরবঙ্গে ভীষণ ভাবে বেড়ে যায়, এই সময়ে ডুয়ার্স এবং পাহাড়ে পর্যটকদের আনাগোনা বেশি হয় ফলে এই মুহূর্তে পনেরো দিন বিমানবন্দর থাকা মানে পর্যটন ব্যবসায়ীদের ক্ষেত্রে এটি বিশাল চিন্তার ব্যাপার।

আরো পড়ুন: এই বছর নববর্ষ উদযাপন করতে ছু’টে যা’ন পাহাড়ে! উত্তরবঙ্গ ঘুরুন মা’ত্র ৫০০০ টা’কা’য়

ইতিমধ্যেই প্রচুর বুকিং ক্যানসেল হয়ে গেছে। এইরকম অবস্থাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে তিন জোড়া স্পেশাল ট্রেন এই কদিন অতিরিক্ত চালানো হবে।

রানওয়েতে ফাটলের কারণ নেই বিমান পরিষেবা ভেঙে পড়েছিল এবং সেটারই সংস্কারের জন্য এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ ই এপ্রিলও বিমান পরিষেবা বন্ধ থাকবে।

অন্যদিকে এই সপ্তাহে তিনটি স্পেশাল ট্রেন চলতে শুরু করবে। জানা গেছে যে প্রত্যেকটি ট্রেন সপ্তাহে একদিন করে চলবে। শিয়ালদা এবং কামাখ্যার ট্রেন গুলি চালানো হবে সেগুলি ১৬ই এপ্রিল অন্যদিকে এনজিপি থেকে হাওড়া ট্রেন যাবে সেটি ১৪ ই এপ্রিল এবং অন্যদিকে রাঙাপাড়া থেকে পুরী পর্যন্ত যে ট্রেন চলবে সেটি হচ্ছে ১৮ই এপ্রিল।