Home রাজ্য এই বছর নববর্ষ উদযাপন করতে ছু’টে যা’ন পাহাড়ে! উত্তরবঙ্গ ঘুরুন মা’ত্র ৫০০০...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই বছর নববর্ষ উদযাপন করতে ছু’টে যা’ন পাহাড়ে! উত্তরবঙ্গ ঘুরুন মা’ত্র ৫০০০ টা’কা’য়

এবারের নববর্ষ একেবারে সঠিক সময়ে পরেছে, যার কারণেই ছুটি কাটিয়ে আসা যায় সহজে। একদিকে গরমের দাবদাহ, একদিকে মূল্যবৃদ্ধি সব মিলিয়ে সাধারণ মানুষের পুড়ে যাওয়ার জোগাড় তাই এবার যদি ঠান্ডা হতে যান কম পয়সায় তাহলে আর দেরি করবেন না।

মাত্র ৫০০০ টাকাতেই এবার ঘুরে আসতে পারবেন উত্তরবঙ্গ।সবুজ চা বাগান, স্নিগ্ধ বাতাস সব মিলিয়ে দারুন মনোরম পরিবেশের মধ্যে নিজেকে মেলে ধরতে পারবেন অনায়াসে।

এর জন্য বেশী কিছু করতে হবে না , শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের যেকোনো ট্রেনে চেপে চলে আসুন নিউ জলপাইগুড়ি স্টেশনে।এরপর সেখানে পেয়ে যাবেন দার্জিলিং,কালিংপং সহ আরও বিভিন্ন জায়গার গাড়ি। ধরে চলে আসুন প্যারাডাইস অফ নেচারে।

এবার দেখে নেওয়া যাক কয়েকটি দারুণ দারুণ স্পটের খরচা থেকে শুরু করে আরো বাকি সব।

যদি সিটং এ যেতে চান তাহলে শিলিগুড়ি থেকে মংপু হয়ে চলে যান ৫৬ কিমি দূরে সিটং। এই পাহাড়ি গ্রাম কমলা লেবুর জন্য বিখ্যাত। কোন কোলাহল নেই একেবারে শান্ত নির্মল দূষণমুক্ত গ্রাম। যারা পক্ষী প্রেমী তাদের জন্য এই জায়গা একেবারে স্বর্গ।

আরো পড়ুন: ফের দেশে ক’রো’না ছড়াতে পা’রে! দেশবাসীকে স’ত’র্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

যদি ২ কিমি ট্রেক করেন তাহলে পৌঁছে যাবেন লেপচা ফলসে।সেখানে রয়েছে ৩৫০ বছরের লেপচা বৌদ্ধ গুম্ফা। ছোট্ট একটা ছুটি কাটানোর জন্য অসাধারন একটি জায়গা এই সিটং, দৈনিক ১৫০০ টাকা খরচে আপনি সহজেই ঘুরে আসতে পারেন এই জায়গা।

এদিকে রয়েছে আবার রামধূরা।

কালিংপং থেকে মাত্র ১৫ কিমি দূরে রয়েছে ঘন সবুজ ঘেরা একটি গ্রাম যার নাম রামধূরা।যারা এই কোলাহল থেকে মুক্তি পেতে চান শান্ত পরিবেশে গিয়ে নিজেকে কিছুটা সময় দিতে চান, তাদের জন্য একটি দারুন ডেস্টিনেশন।

নিউ জলপাইগুড়ি থেকে রামধূরার দূরত্ব ৮৬ কিমি, গাড়িতে সময় লাগবে মাত্র ৩ ঘন্টা।এখানেও দৈনিক খরচ হবে ১৫০০ টাকার মতো। এদিকে আবার নিউ জলপাইগুড়ি থেকে পুরুং এর দূরত্ব ৯০ কিমি।

এটিও একটি গ্রাম যেটা কিনা সবুজ চা বাগানে ঘেরা। চারিদিকে সবুজ চা বাগান ঘেরা যার মধ্যে ছড়িয়ে রয়েছে রঙিন ফুল ও বিভিন্ন ধরনের অর্কিড।গোটা গ্রাম জুড়ে অর্গানিক ফসলের চাষ।এখানেও রয়েছে হোমস্টে,। যার খরচ ১৩০০ টাকার মতো।