সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের ধনীদের তা’লি’কা’য় একদম নিচের দিকে না’ম Ratan Tata-র, কিন্তু কেন?

একসময় দেশের ধনীতম শিল্পপতিদের সঙ্গে একই সঙ্গে নাম উচ্চারিত হতো রতন টাটার। রতন টাটার বড় বড় ইন্ডাস্ট্রি, গাড়ি থেকে শুরু করে নুর পর্যন্ত, ভারতীয়দের জীবন ধারণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে টাটা ইন্ডাস্ট্রি। তবে সেই টাটার ভাঁড়ারে সম্প্রতি টান ধরেছে বলেই জানা যাচ্ছে। গত বছরের তুলনায় চলতি বছরে টাটা ইন্ডাস্ট্রির সম্পদের পরিমাণ ব্যাপক কমেছে।

গত বছর পর্যন্ত যেখানে ৬০০০ কোটি টাকার সম্পদ ছিল টাকা ইন্ডাস্ট্রিজের হাতে, আজ সেখানে তা প্রায় অর্ধেক কমে গিয়েছে। আজ টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মোট সম্পদের পরিমাণ ৩৫০০ কোটি টাকা মাত্র। গত বছর পর্যন্ত ধনী তালিকায় টাটা ইন্ডাস্ট্রিজের স্থান ছিল ১৯৮ তে।

এই বছরে মাত্র কয়েক বছরের ব্যবধানে ২৫০ ধাপ পেরিয়ে টাটা পৌঁছে গিয়েছে ৪৩৩ নম্বরে। কেন এই ব্যাপক পরিবর্তন? কারণ হিসেবে দায়ী করা হচ্ছে অতিমারীকে। তবে এই অতি মারি পরিস্থিতি যদি সত্যিই রতন টাটার সম্পদের পরিমাণ কমার পেছনে দায়ী হতো তাহলে অন্যান্য শিক্ষকদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হত।

তেমনটা কিন্তু হয়নি। করোনা মহামারী পরিস্থিতিতেও অন্যান্য শিল্পপতিদের ভান্ডার সমৃদ্ধ হয়েছে। সেই জায়গায় এক নিমেষের মধ্যে রতন টাটার সম্পদের এহেন অবনমন সত্যি ভাবাচ্ছে। করণা পরিস্থিতি পেরোলে এ পরিস্থিতির কোনো উন্নয়ন হয় কিনা সেটাই এখন দেখার।