সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বর্তমান সময়ে গ্রাহকদের জন্য বিনিয়োগ স্কী’ম পোস্ট অফিসের, ১৫০০ জ’মা করলে মিলবে ৩৫ লক্ষ টা’কা

বিনিয়োগের জন্য সব থেকে নিরাপদ এবং সুরক্ষিত ও লাভজনক ক্ষেত্র হলো পোস্ট অফিস। ইন্ডিয়ান পোস্ট অফিসের একাধিক পরিকল্পনা রয়েছে যে খাতে টাকা বিনিয়োগ করলে আকর্ষণীয় রিটার্ন পাওয়া যায়। ইন্ডিয়ান পোস্ট অফিসের এমনই একটি গুরুত্বপূর্ণ স্কিম হলো গ্রাম সুরক্ষা যোজনা।

এখানে গ্রাহক কম ঝুঁকিতে ভালো রিটার্ন পেতে পারেন। গ্রাম সুরক্ষা যোজনার অধীনে উপভোক্তা 80 বছর বয়সে তার অর্থ ফেরত পান। বা তার মৃত্যুর পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় বিনিয়োগের অর্থ। 19 থেকে 55 বছর বয়সে যে কোনও ভারতীয় নাগরিক এই বীমা করতে পারবেন। দশ হাজার থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।

মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক কিংবা বার্ষিকভাবে প্রিমিয়াম দিতে পারবেন গ্রাহক। নির্ধারিত দিনে প্রিমিয়ামের তারিখ পার হয়ে গেলে গ্রাহককে অতিরিক্ত 30 দিন সময় দেওয়া হয়। গ্রাহক চাইলে তিন বছর পর পলিসি তুলে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্য লাভের অংশ তিনি পাবেন না। প্রতি হাজার টাকা পিছু 65 টাকা করে লাভ দেওয়া হয়।

19 বছর বয়সে কোনও ব্যক্তি যদি 10 লক্ষ টাকার পলিসি করেন সেক্ষেত্রে 55 বছরের জন্য তাকে প্রতি মাসে 1515 টাকা করে প্রিমিয়াম দিতে হবে। 58 বছরের জন্য 1463 এবং 60 বছরের জন্য 1411 টাকা প্রিমিয়াম দিতে হয়। বিষয়টি জানতে হলে ফোন করতে পারেন 1800180 5232/ 155232 নম্বরে।