সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শে’ষ দিন ৩১ ডিসেম্বর! ব্যাংকের এই নতুন চু’ক্তি’তে সই করেছেন তো?

নতুন বছর 2023 আসতে চলেছে। এই নতুন বছরে শুরুতেই বদলে যাচ্ছে লকার নিয়ম। ব্যাঙ্ক এবং গ্রাহকের মধ্যে চুক্তির ক্ষেত্রে অনেক সময়ই লকার নিয়ে ব্যাঙ্ক গ্রাহকদের উপর নিজস্ব কিছু শর্ত চাপায়। কখনও বলা হয় মোটা ফিক্সড ডিপোজিট করতে হবে, নয়তো ইনস্যুরেন্স নিতে হবে। তাতে গ্রাহকদের সমস্যা বাড়ে।

আগামী ১লা জানুয়ারি থেকে লকার সংক্রান্ত নয়া নিয়ম কার্যকর হয়ে যাবে। তবে প্রথমেই গ্রাহককে ব্যাঙ্কের সঙ্গে একটা locker agreement-এ স্বাক্ষর করতে হবে। ইতিমধ্যে একাধিক ব্যাঙ্ক যেমন SBI, PNB গ্রাহকদের নয়া এই locker agreement- করতে বলছে।

আর তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই করার কথা বলা হচ্ছে। নতুন করে লকার সংক্রান্ত চুক্তি রিনিউ হবে ব্যাঙ্ক এবং গ্রাহকের মধ্যে। RBI-এর তরফে জারি করা নয়া নিয়ম অনুসারে, যদি কোনও গ্রাহকের জিনিস ব্যাঙ্কের জন্যে ক্ষতিগ্রস্থ হয় বা তাঁর কোনও লোকসান হয়, তা হলে ব্যাঙ্ক শর্তের কথা বলে দায় এড়াতে আর পারবে না।

আরো খবর: প্রধানমন্ত্রী মোদির হাত ধ’রে চেহারা পা’ল্টে যা’বে নিউ জলপাইগুড়ি স্টেশনের!

গ্রাহকের ক্ষতির জন্যে ক্ষতিপূরণ দিতে হবে ব্যাঙ্ককেই। একবারে ব্যাঙ্কগুলি গ্রাহকের থেকে তিনবছরের লকারের ভাড়া নিতে পারবে। এর থেকে বেশি আর ভাড়া নেওয়া যাবে না। স্পষ্ট RBI-এর নয়া নিয়মে। রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়ম অনুসারে ব্যাঙ্ক গুলিকে খালি লকারের তালিকা এবং ওয়েটিং লিস্ট গ্রাহককে দেখাতে হবে।

এছাড়াও যেখানে লকার ব্যাঙ্ক রাখবে সেখানে যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রাখা আছে তা নিশ্চিত করতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়ম আরও বলছে, অন্যায্য কোনও শর্ত অন্তর্ভুক্ত করতে পারবে না ব্যাঙ্কগুলি। তবে কোন কোন ক্ষেত্রে ব্যাঙ্ক দায় নেবে না, সেটিও RBI- লকার সংক্রান্ত নিয়মে বিস্তারিত ভাবে লেখা রয়েছে।