সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্রহাণুর বি’স্ফো’র’ণ, চোখ ধাঁধানো আলো দেখে হ’ত’বা’ক লোকজন, র’হ’স্য উ’ন্মো’চ’নে বিজ্ঞানীরা

রাতের অন্ধকারকে ঘু্ঁচিয়ে হঠাৎই চোখ ধাঁধানো আলোয় জেগে উঠলো ইংলিশ চ্যানেলের আকাশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্থানীয় সময় , সোমবার ভোর ৩ তে নাগাদ এক তীব্র আলো দেখা যায় মাঝ আকাশে। চারিদিকে শোরগোল পরে যায়। অনেকে একে ইউএফও(UFO) ভেবে ভুল ও করেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন যে পৃথিবীর আকাশে এক গ্রহাণু প্রবেশ করে এবং বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে তা ফেটে বিস্ফোরণের সৃষ্টি করে।এই বিস্ফোরণের আলোয় আলোকিত হয়েছিল চারিপাশ।

দক্ষিণ ইংল্যান্ড, ওয়েলসের বেশিরভাগ এলাকা এবং ফান্স সহ ইউরোপের বিভিন্ন জায়গা থেকে ঘটনাটি প্রত্যক্ষ করা গেছে বলে সূত্রে খবর। উল্কা সংক্রান্ত গবেষণা সংস্থা ‘ দি ইন্টারন্যাশনাল মেটিওর অর্গানাইজেশন ‘ জানিয়েছে যে – কোনো উল্কাপিণ্ড থেকে ছিটকে পৃথিবীতে প্রবেশ করেছে গ্রহাণুটি।

আরো খবর: দেশে প্রা’য় ২০ হাজার শিশু রাস্তায় দিন কা’টা’য়, ত’থ্য তুলে ধ’র’লো মোদি সরকার

বিজ্ঞানীরা গ্রহাণুটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী ওই গ্রহাণুটি নাম সার ২৬৬৭। প্রতি বছরই এই রকম অসংখ্য গ্রহাণু পৃথিবীতে প্রবেশ করে ধ্বংস হয়ে যায়।কখনো তা আমাদের চোখে পরে,কখনো বা রয়ে যায় লোক চক্ষুর অগোচরে।