সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাইক চু’রি হয়েছে ৮ বছর আ’গে, মালিকের হা’তে চা’লা’ন আসতেই জানলেন বাইক চা’লা’চ্ছে পুলিশই

পুলিশ অপরাধীকে শাস্তি দেয়। কিন্তু সেই পুলিশ যদি অপরাধী হয় ? তাহলে কি করবেন আপনি ?। সম্প্রতি এমন একটা ঘটনা ঘটেছে যা শুনলে আপনি চমকে উঠবেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।

একজন গাড়ি চালক বাইক চুরি হয়ে যাওয়ায় থানায় গিয়ে অভিযোগ রুজু করেছিলেন। পুলিশের তরফ থেকে আশ্বাস দিয়ে বলা হয়েছিল, চুরি যাওয়া গাড়ি-র সঙ্গে চোরকে উদ্ধার করে দেওয়া হবে।

আট বছর অতিক্রান্ত হয়ে গেলেও উদ্ধার হয়নি চুরি যাওয়া বাইক এবং চোর ও ধরা যায়নি। শেষে গাড়ির মালিক দেখেন, পুলিশ তাঁর চুরি যাওয়া বাইক চালাচ্ছে। গাড়ির মালিক নিজের চোখে এই ঘটনা দেখে অবাক।

আরো পড়ুন: আরো বে’শি করে ট্রেনের টিকিট কা’টা যাবে, যাত্রীদের ব’ড়ো খবর দি’লো ভারতীয় রেল

এটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে বাইকের মালিকের নাম ইমরান। তার বাড়ি লাহোরের মুঘলপুরায়। তার বাইকটি চুরি হয়েছিল আট বছর আগে নিকটবর্তী একটি বাজার থেকে।

তিনি অন্যান্য দিনের মতো সেদিনও বাইক নিয়ে বাজারে গিয়েছিল। তিনি বাজারের পার্কিংলটে বাইক পার্ক করিয়ে বাজারের ভিতরে ঢোকে। বাজার করে বেরিয়ে আসার পর তিনি দেখেন, পার্কিংলট থেকে বাইক গায়েব।

থানায় গিয়ে অভিযোগ রুজু করেন। পরবর্তীকালে সে দেখে চুরি যাওয়া বাইকটি চালাচ্ছেন এক পুলিশকর্মী। সে আবার থানায় গিয়ে অভিয়োগ রুজু করে।