সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্রে’প্তা’র জাম’তাড়া গ্যাং এ’র এ’ক পা’ন্ডা সহ 4 স’দ’স্য

গ্রেপ্তার জামতাড়া গ্যাং এর এক পান্ডা সহ 4 সদস্য

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার সংখ্যাটাও বাড়ছে। ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাং কার্যত এই প্রতারণার সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে। ঝাড়খন্ড থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত রয়েছে তাদের জাল। সম্প্রতি কলকাতা থেকে এই চক্রের এক পান্ডা সহ 4 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্তদের কাছ থেকে মোট 1260 টি জাল সিমকার্ড উদ্ধার করেছে লালবাজার থানার পুলিশ। পরশ মন্ডল, মনিরুল মন্ডল, সৈয়দ শহিদুল নামের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। জামতাড়া সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের নেটওয়ার্ক।

এই চক্র কি পদ্ধতিতে pre-activated জাল সিম ব্যবহার করে এতদিন দুষ্কর্ম করে আসছিল তার তদন্ত চালানো হচ্ছে। এর আগেও পর্ণশ্রী থানা পুলিশের কাছে বেশ কয়েক হাজার ভুয়ো সিমকার্ড ধরা পড়ে। এরপর আবার নতুন করে ভুয়ো সিমকার্ড চক্রের দেখা মিলেছে।

মাস কয়েক আগে উত্তর কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যক্ষের কাছ থেকে তিন লক্ষ 60 হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে প্রতারকদের বিরুদ্ধে। কেওয়াইসি আপডেট করার নামে তাকে প্রতারণা করা হয়। এভাবেই প্রতিদিন জালিয়াতির সংখ্যা বাড়ছে।