সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মৃ’ত্যু’র পরেও তিনজনকে জীবনদা’ন! ডাক্তার সংযুক্তা শ্যাম রায়কে শ্র’দ্ধা জানালো চিকিৎসকরা

ব্রেন অপারেশনের ক্ষেত্রে অ্যানেসথেসিস্ট ডঃ সংযুক্তা শ্যাম রায় কার্যত সার্জনদের অন্যতম ভরসাস্থল হয়ে উঠেছিলেন। তার জীবন কালে বহু রোগী তার হাত ধরে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। বহু মানুষকে নতুন জীবন দিয়েছেন সংযুক্তা।

মৃত্যুর পরেও তিনি তিন জনকে পুনর্জীবন প্রদান করলেন। ব্রেন ডেথ হওয়ার পর তার কিডনি ও লিভার প্রতিস্থাপিত হল তিন জনের শরীরে। চিকিৎসকরা জানাচ্ছেন অঙ্গ প্রতিস্থাপনের পর রোগীরা প্রায় প্রত্যেকেই সুস্থ আছেন।

বুধবার সকালে একে একে বিভিন্ন হাসপাতাল থেকে প্রতিনিধিদল আসেন অ্যাপোলো হাসপাতালে। চেন্নাই থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আসে। তারা সংযুক্তার লিভার প্রতিস্থাপন করেন 61 বছর বয়সী এক ব্যক্তির দেহে।

আরো পড়ুন: বহুদিনের দা’বি মেটালেন সাংসদ সৌমিত্র খাঁ, এই রু’টে চা’লু হ’চ্ছে রেল পরিষেবা

তিনি দীর্ঘদিন ধরেই লিভার প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছিলেন। প্রতিস্থাপনের পর ঐ ব্যক্তির চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত তিনি সুস্থ আছেন বলে জানা যাচ্ছে।

41 বছর বয়সি সংযুক্তার একটি কিডনি এসএসকেএম হাসপাতালে চলে গিয়েছে। সেখানে 51 বছর বয়সি এক মহিলার দেহের কিডনি প্রতিস্থাপন করা হয়। ওই মহিলা আপাতত সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: বিয়েবাড়িতে দুপক্ষের ব্যা’প’ক মা’র’পি’ট, ভাইরাল ভিডিও

মৃত্যুর পরে এভাবেই আরো তিনজনকে জীবন দান দিয়ে গেলেন সংযুক্তা। এসএসকেএম হাসপাতালে 33 বছর বয়সী এক যুবকের দেহ সংযুক্তার দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন করা হয়।

তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে এসএসকেএম। সংযুক্তার চোখের কর্নিয়া একটি বেসরকারি আই ব্যাংকে পরীক্ষা করে দেখার পর সংরক্ষণ করা হবে বলে জানা যাচ্ছে।