সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র একটি শতরান দরকার বিরাটের, তবেই শচীনের এই রেকর্ড ভে’ঙে যা’বে

ভারতীয় দলের বর্তমান প্রজন্মের সবথেকে নামিদামি ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিরাট কোহলি। অনেকেই তাঁকে দ্বিতীয় শচীন টেন্ডুলকার হিসেবেও অভিহিত করে। তার প্রত্যেক ফরমেটে দারুন ফর্ম দর্শকদের মনে দারুন জায়গা করে নিয়েছে। দর্শকরা ক্রিকেট ফ্যানেরা নিঃসন্দেহে বিশ্বাস করে যে, যদি কেউ শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে পারে তাহলে সেটা বিরাট কোহলি স্বয়ং। বর্তমান সময় একটু লক্ষ্য করলে দেখা যাবে, আন্তর্জাতিক দীর্ঘতম ফরমাটে একটু খারাপ পারফর্ম করছে বিরাট কোহলি।

তবে ওয়ানডেতে শতরান না করতে পারলেও ভালো ফর্মে রয়েছেন সেখানে। বর্তমানে এখন তার মাথার ওপর অধিনায়কত্বের ওজনদার পাথর দাও সরে গেছে কিছুটা। তাই আসন্ন ওয়েস্ট ইন্ডিজের সাথে একদিনের সিরিজে ফের ছন্দে ফিরতে চাইবেন বিরাট কোহলি। আর সেইখানে ভালো পারফর্ম করতে পারলেই টপকে যাওয়া যাবে শচীন টেন্ডুলকারের রেকর্ড।

প্রথমদিকে বিরাট কোহলির দুর্দান্ত সব পারফরম্যান্সের আহত শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরি কে সহজেই টপকে দেবে বিরাট কোহলি। কিন্তু গত কয়েক বছরের পারফর্ম দেখে, তা যেন ধরা ছোঁয়ার বাইরেই ঠেকছে। তবে শচীন টেন্ডুলকারের আরেকটি রেকর্ডের খুব কাছাকাছি রয়েছে বিরাট কোহলি, সেটা টপকে ফেলার জন্য দরকার মাত্র একটি সেঞ্চুরি।

আসলে রেকর্ড টি হল, একটি দলের বিরুদ্ধে সর্বাধিক শতরান করার। সেই ক্ষেত্রেই বিরাট কোহলি একটি সেঞ্চুরি করলেই ধরে ফেলবে শচীন টেন্ডুলকারকে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে ম্যাচে দরকার কেবলমাত্র একটি সেঞ্চুরি, যার দ্বারা সহজেই টপকে ফেলা সম্ভব শচীন টেন্ডুলকারকে।

এ দিকে লক্ষ্য করলে দেখা যাবে শচীন টেন্ডুলকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭০ টি ইনিংসে ৯ সেঞ্চুরি হাঁকিয়েছেন, আর বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৮ টি ইনিংসে ৯ টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তারা দুজন এখন সমান অবস্থায় রয়েছে, তাই শচীন টেন্ডুলকারকে টপকানোর জন্য বিরাট কোহলি সুযোগ পাচ্ছে ৩ টি ইনিংসে ১ টি শতরান করার।