সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাশ্মীরে সেনা-জঙ্গি গু’লি’র ল’ড়া’ই, খ’ত’ম এক জ’ঙ্গি

জম্বু কাশ্মীরের জঙ্গি দমন অভিযানে ফের বড়োসড়ো সাফল্য লাভ করলো ভারতীয় সেনাবাহিনী। এনকাউন্টারে সেনাবাহিনীর হাতে খতম হয়েছে এক জঙ্গী। নিহত ওই জঙ্গির কাছ থেকে একটি AK-47 এবং পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার মানচোয়া এলাকায় এনকাউন্টারে খতম হয়েছে ওই জঙ্গি।

পুলিশের অনুমান, ওই জঙ্গি সম্ভবত সদ্য জঙ্গী দলে নিজের নাম লিখিয়েছিল। একটি গোপন সূত্র থেকে ওই জঙ্গির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে হামলা চালায় যৌথবাহিনীর সেনারা। নিরাপত্তা বাহিনীকে দেখেই গুলি ছুঁড়তে শুরু করে সে। নিরাপত্তা বাহিনীর তরফ থেকে পাল্টা গুলি চালানো হলে সে নিহত হয়। উল্লেখ্য, কিছুদিন আগেই কাশ্মীরে অন্যতম জইশ জঙ্গি নেতাকে খতম করে ভারতীয় সেনা। ওই জঙ্গি নেতা মাসুদ আজহারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল বলে জানা গিয়েছে।

মৃত ওই জঙ্গির নাম আবু সাইফুল্লাহ ওরফে আদনান বা ইসমল বলে জানা গিয়েছে। ১৪ ফেব্রুয়ারি ২০১৯-এ পুলওয়ামা জঙ্গী হামলা সহ একাধিক জঙ্গি হামলার সঙ্গে জড়িত ছিল ওই ব্যক্তি। চলমান গাড়িতে আইআইডি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোয় ইসমল নামের ওই জঙ্গী সিদ্ধহস্ত বলে জানা গিয়েছে। সারা এলাকার ত্রাস হিসেবে চিহ্নিত ছিল সে। ঠিক যেভাবে পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে হামলা চালানো হয়েছিল। যে হামলায় ৪০ ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন।

আফগানিস্তানের নাশকতার সঙ্গেও জড়িত ছিল এই জঙ্গি। তালেবানের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে অনুমান ভারতীয় সেনাবাহিনীর। কাশ্মীরে অবন্তীপোরা, পুলওয়ামায় ফের একবার জইশ সংগঠনকে শক্তিশালী করে তোলার কাজ করছিল সে। তাই তাকে খতম করাতে ভারতীয় সেনাবাহিনীর হাতে বড়োসড়ো সাফল্য এসেছে বলেই দাবি করছেন ভারতীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যরা।