সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা থেকে নতুন রু’টে চা’লু হলো বিমান পরিষেবা, উ’দ্বো’ধন করলেন সিন্ধিয়া

এবার এক নতুন শহরে বিমান পরিষেবা চালু হয়ে গেল, যার জন্য সবুজ সঙ্কেত মিলল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার তরফ থেকে। কলকাতা থেকে জামশেদপুরের মধ্যকার ইন্ডিয়া ওয়ান এয়ারের আরসিএস ফ্লাইটের অপারেশন উদ্বোধন করলেন তিনি।

এর আগে আসলে ঝাড়খন্ডের জামশেদপুরের সাথে আকাশপথে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু এবার এই যোগাযোগ স্থাপন করা হল,আঞ্চলিক সংযোগ প্রকল্প UDAN-এর (উড়ান) অধীনে এই বিমান পরিষেবা চালু করা হল। এখানেই শেষ নয়, কলকাতার পাশাপাশি ভুবেনশ্বরের সাথেও জুড়ছে এই আকাশ পরিষেবা।

আসলে আমদাবাদ ভিত্তিক বিমান সংস্থা ইন্ডিয়াওয়ান এয়ার প্রথম এই রুট চালু করল ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে। এর পাশাপাশি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মঙ্গলবার সোনারি এরোড্রোম থেকে এই রুটের প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন।

আরো খবর: বঙ্গোপসাগরে ঘনীভূত হ’চ্ছে নিম্নচাপ, তবে কি না’ম’বে পারদ?

এই নতুন রুট উদ্বোধন করার পর কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানায়, আসলে পুর্ব ভারতের প্রধান দুটি শহরের সাথে ঝাড়খন্ডের আকাশপথে এই যোগাযোগ বহু মানুষের সুবিধার কারণ হবে।

তাছাড়া পর্যটকদের ভিড় বাড়বে, রাজ্যের বিভিন্ন দিক থেকে উন্নতি সাধন ঘটবে। এর আগে প্রধানমন্ত্রী দেওঘর বিমানবন্দর উদ্বোধন করেছিলেন, আর তখন থেকেই একটা আর্জি রাখা হয়েছিল যাতে জামশেদপুর থেকে বিমান পরিষেবা চালু হয়।