সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বঙ্গোপসাগরে ঘনীভূত হ’চ্ছে নিম্নচাপ, তবে কি না’ম’বে পারদ?

শীতের কি তাহলে এবার তৃতীয় ইনিংস শুরু হতে চলেছে বাংলায়? এমনটাই যেন আবহাওয়া দপ্তরএর তরফ থেকে বার্তা। কারন তারা জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকেই নাকি নামতে পারে পারদ ,কলকাতা ও তার আশেপাশের জেলাগুলোতে। তবে বঙ্গোপসাগরে নিন্মচাপ ঘনীভূত হচ্ছে বলেও শোনা যাচ্ছে।

যার ফলেই জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গে। এখন ফের পারদ নামার কথা শুনে অনেকেই খুশী, কারণ শিতপিপাসু মানুষদের জন্য এটি একটি সুখবর সপ্তাহের শেষে গিয়ে তাপমাত্রা ৩-৪ ডিগ্রী পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।

আর এটাই যে শীতের শেষ পর্ব সেটা অনুমান করা হচ্ছে। তারপরেই বিদায় নেবে শীত। দক্ষিণবঙ্গে অনেক আগেই শীত কমে গেছে, কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা এখনও নিচেই রয়েছে।

আরো খবর: সাবওয়ে থেকে অদ্ভু’ত দর্শন প্রাণী রাস্তায় উঠে আসছে, এরা কা’রা?

কারণ আজ বুধবার উত্তরবঙ্গের তাপমাত্রা আরও নেমেছে, আগের তুলনায় শীতের দাপট কমেছে ঠিকই কিন্তু দক্ষিবঙ্গের তুলনায় এখনও শীত বিদ্যমান। এদিকে আবার হাওয়া অফিস জানিয়েছে, ২ ফেব্রুয়ারী পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রী পর্যন্ত নামতে পারে। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকপবে ২৮ ডিগ্রীর ঘরে।

আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা কিছুটা নেমে ১৫-১৬ ডিগ্রীর আশেপাশে থাকতে পারে। কিন্তু ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি আসতেই সে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ১৭ ডিগ্রী হয়ে যাবে। আজ কলকাতার সর্বনিন্ম ও সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ১৯ থেকে ২৮ ডিগ্রীর মধ্যে।।