সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের বা’না’নো তেজস যুদ্ধবিমান কিনতে আ’গ্রহী আর্জেন্টিনা ও মিশর!

এইচএএল তেজস ভারতীয় বিমানবাহিনী ও ভারতীয় নৌবাহিনী হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) বিমা গবেষণা ও নকশা কেন্দ্রের (ARDC)সহযোগিতায় এবং অ্যারোনটিকাল ডেভলপমেন্ট এজেন্সি (ADA) দ্বারা নকশা করা একটি ভারতীয়,একক ইঞ্জিন বিশিষ্ট, চতুর্থ প্রজন্মের, বহু ভূমিকাযুক্ত হালকা যুদ্ধবিমান। এটি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট।

১৯৮০-এর দশকে ভারতের পুরাতন মিগ-২১ যুদ্ধবিমান প্রতিস্থাপনের জন্য শুরু তেজস তৈরির কাজ হয়। ২০০৩ সালে এলসিএ-এর আনুষ্ঠানিক ভাবে নামকরণ করা হয় “তেজস”।

তেজস মার্ক ১ এর উৎপাদন ২০১৬ সালে শুরু হয়।
বর্তমানে এর গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২২০৫ কিমি,
রেঞ্জ ৩০০০ কিমি ও ওজন ৬,৫০০কেজি।

আরো খবর: সকাল সকাল ট্রেন দু’র্ঘ’ট’না, ৬ বগি লাইনচ্যুত

সূত্রে খবর মিশরের ২০ টি ও আর্জেন্টিনার ১৫ টি যুদ্ধবিমানের প্রয়োজন রয়েছে। এইদিকে ভারতও নিজেদের যুদ্ধ বিমান রপ্তানি করতে মরিয়া। ইতিমধ্যে মালয়েশিয়াকে বিমান বিক্রির পরিকল্পনা ভেস্তে গিয়েছে। দেশ দুটি তেজস কিনবে কি না এই নিয়ে পাকা কথা হয়নি এখনও।

সোমবার বেঙ্গালুরুর ইয়েলহাঙ্কা বিমান ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী উপস্থিত ছিলেন ‘এয়ারো ইন্ডিয়া’ প্রদর্শনীর কারণে। তিনি জানিয়েছেন যে ‘ভারত বর্তমানে বিমান রফতানির চেষ্টায় জোর দিচ্ছে।’