সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নাকের আ’কৃ’তি দেখেই বু’ঝু’ন সামনের লোকটি কেমন চরিত্রের? জানুন কি’ভা’বে বুঝবেন

অনেক সময় আমাদের মুখের বিভিন্ন প্রকৃতি বলে দেয় আমরা কেমন স্বভাবের মানুষ। তেমনই নাকের একটি ধরণ দেখে বলে দিতে পারি আমরা ঠিক কেমন ধরনের মানুষ। এই নাকি অবস্থান করেন প্রেমের দেবতা শুক্রাচার্য। শুক্রাচার্যের শুভ প্রভাব থাকলে প্রেমের গতি বৃদ্ধি পায় এবং অশুভ প্রভাব থাকলে বৃদ্ধি পায় ভোগ এবং লালসার। এবার চলুন দেখে নেওয়া যাক আপনি কোন নাকের অধিকারী।

যাদের নাক সোজা হয়, তারা ভীষণ ভাবে মানুষকে কাজে উৎসাহ দিতে পারে। তবে এদের প্রেমে প্রতারণা বেশি হয়। প্রত্যাশা অনুযায়ী ফল পায় না এরা।

যে সমস্ত মানুষের নাক অপেক্ষাকৃত ছোট এবং হালকা সবুজ বা কালচে শিরা দেখা যায়, তারা সাধারণ খেটে খাওয়া এবং দিনমজুর শ্রেণীর মানুষ হয়ে থাকেন। সমাজের ছোট ছোট কাজ গুলি এদের করতে দেখা যায়।

কোন ব্যক্তির নাকের অগ্রভাগ যদি একটু বাঁকা অথবা কর্কশ হয়, তাহলে তাদের জীবনে ভীষণ দুঃখ থাকে। চালাক হলেও এরা চালাকি দেখাতে পারে না।

যাদের নাক চওড়া নাকতাড়া জন্মগত একটি ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। তারা যেকোন কাজকে সফলভাবে করে থাকেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে এদের।

যাদের নাক চ্যাপ্টা হয়, তারা প্রধানত দয়ালু প্রকৃতির হয়ে থাকেন। উদ্যমী স্বভাবের হন এবং প্রচুর ঝুঁকি নিতে ভালোবাসেন। যে সমস্ত ব্যক্তির নাকের রং পিত রংয়ের হয়, তারা মূলত অলস প্রকৃতির হয়।