সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্যাক্স বাঁ’চা’তে কি আপনি সঞ্চয় করছেন? তবে কি সত্যিই আপনার কো’নো লা’ভ হ’চ্ছে?

কর বাঁচাতে অনেকেই সঞ্চয় করে থাকেন। তবে টাকা না জমালে কর বাবদ টাকা কাটা যেতে পারে এই ভয়ে থেকে অনেকেই কর বাঁচান। তবে 80c ধারায় কর বাঁচাতে সঞ্চয় করা খুব একটা সুবিধাজনক নয়। বীমা করে কর বাঁচাতে গিয়ে কার্যত পাল্টা চাপে পড়ে যাচ্ছেন গ্রাহক। বীমা যদি বীমার জন্য না করে থাকেন, কর বাঁচানোর জন্য করে থাকেন তাহলে তা সুবিধাজনক নয়।

কিছু কিছু ক্ষেত্রে 100% বীমায় 18% জিএসটি করা হয়। এক্ষেত্রে যদি গ্রাহক কুড়ি শতাংশ আইকরের সীমাতেও থাকেন তাহলে এই ছাড় মাত্র পাঁচ টাকা 60 পয়সা। কাজেই জিএসটি হলেও আপনাকে কর দিতেই হচ্ছে। বীমার প্রিমিয়ামের উপরে 18, 4.5, 2.25, 1.8 শতাংশ জিএসটি দিতে হচ্ছে। কাজেই কর ছাড় মিলছে না। এইভাবে কর বাঁচিয়ে টাকা সঞ্চয় করতে গিয়ে বিপদ ডেকে আনছেন নিজের।

কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত তা আসলে নিজের লক্ষ্যের উপর নির্ভর করে। লক্ষ্য ঠিক করে তবেই কর বাঁচানো সিদ্ধান্ত নেওয়া উচিত। কর বাঁচাতে সঞ্চয় করতে চাইলে ইকুইটি লিংকড সেভিংস স্কিমের কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও রয়েছে জাতীয় পেনশন প্রকল্প যেখানে বিনিয়োগের থাকলেও প্রকল্পের ম্যাচুরিটিতে ছাড় থাকে না।

অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে কর বাঁচানোর জন্য ভালো পথ। এ প্রকল্পের সুদ বাজারের অন্যান্য প্রকল্পের তুলনায় অনেক বেশি। মাথায় রাখতে হবে বেশির ভাগ কর ছাড়ের সঞ্চয় প্রকল্পে কিছু না কিছু কর আছে। তাই কোথায় কি কর দিচ্ছেন এবং তার বিনিময়ে কি পাচ্ছেন তা মাথায় রাখতে হবে। আয়করের নিচের স্তরে থাকলে বেশি রিটার্নের বিনিয়োগের কথা ভাবতে হবে। সেক্ষেত্রে দেড় লক্ষ বিনিয়োগে আপনার লাভ নাও হতে পারে।