সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনলাইনে ট্রেনের টি’কি’ট বু’কিং করছেন? এবার লা’গ’বে বিশেষ কো’ড, জেনে নিন বিস্তারিত

লকডাউন একটু শিথিল হলে আবারও ট্রেন চলাচল শুরু হবে। তখন আপামর ভারতবাসীকে আবারো ট্রেনের টিকিট কেটে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। টিকিট বুকিং এর ক্ষেত্রে এ যাবতকালীন বহু পরিবর্তন আনা হয়েছে। ভারতীয় রেল দপ্তরে ট্রেনের টিকিট বুকিং করার নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে। এবার থেকে টিকিট বুক করার ক্ষেত্রে নির্দিষ্ট কোড দিতে হবে। এই বুকিং কোড সম্পর্কে ভালোভাবে জেনে নিন।

রেল টুরিজমকে প্রমোট করার জন্য ভিস্তাডোম কোচ চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় রেল দপ্তর। ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে বুকিং কোড লাগু করা হয়েছে। IRCTC ইতিমধ্যেই বুকিং কোড সংশোধনের কাজ শুরু করে দিয়েছে। রেলের বিভিন্ন জোনে এই বিশেষ কোডগুলি নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। এই পরিষেবায় ৮৩টি বার্থ-সহ একটি নতুন ৩ টায়ার এসি ইকোনমি কোচ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

রেলের সব জোনের ডেটাবেসে এই নতুন কোড প্রেরণ করা হয়েছে। এবার থেকে যেভাবে কোড দেখা যাবে তা দেখে নিন এক ঝলকে। ভিস্তাডোম নন-এসি- ভি.এস. (কোচ কোড: ডি.ভি.), ভিস্তাডোম এসি – ই.ভি. (কোচ কোড: ই.ভি.), স্লিপার – এস.এল. (কোচ কোড: এস), এসি চেয়ার কার – সি.সি. (কোচ কোড: সি), থার্ড এসি – ৩এ (কোচ কোড: বি), এসি থ্রি – ইকোনমি – ৩ই (কোচ কোড: এম), সেকেন্ড এসি – ২এ (কোচ কোড: এ)।

এ ছাড়াও এই তালিকায় রয়েছে, গরিবরথ এসি থ্রি-টায়ার-৩এ (কোচ কোড: জি), গরিবরথ চেয়ার কার – সিসি (কোচ কোড: জে), ফার্স্ট এসি – ১এ (কোচ কোড: এইচ), এক্সিকিউটিভ ক্লাস – ই. সি. (কোচ কোড: ই), অনুভূতি ক্লাস – ই. এ. (কোচ কোড: কে), ফার্স্ট ক্লাস -এফ. সি. (কোচ কোড: এফ)।